IPL 2023: ইডেনে আজ ‘KGF’ শো, দক্ষিণী সিনেমার অ্যাকশন আইপিএলে!
KKR vs RCB, IPL 2023: বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ক্রিকেটের নন্দনকাননে দেখা যাবে 'KGF' শো।
কলকাতা: অ্যাকশনে ভরপুর সিনেমা দেখতে যারা পছন্দ করেন তাঁদের তালিকায় দক্ষিণী ছবি অবশ্যই থাকবে। আর দক্ষিণী সিনেমা দেখার অভ্যেস থাকলে জনপ্রিয় ‘KGF’ সিনেমা দেখেননি, এমন দর্শক খুঁজে পাওয়াটা বেশ কঠিন। জনপ্রিয় সিনেমা ‘KGF’ এর অ্যাকশন ও ডায়লগ সকলের কাছে ভীষণ প্রিয়। দক্ষিণী তারকা যশ অভিনীত সুপার ডুপারহিট এই ‘KGF’ এর ঝলক দেখা যাবে ১৬তম আইপিএলে (IPL 2023)। আজ, বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রয়েছে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম ম্যাচ। আর এই ম্যাচের ফয়সলা করবে ‘KGF’। শুনতে অবাক লাগছে, তাই না? কী ভাবছেন ইডেনে বিরাট-নারিন দ্বৈরথের পাশাপাশি দেখা যাবে ‘KGF’ সিনেমাও? আসলে সেটাই হতে চলেছে। আজ সন্ধ্যা ৭.৩০ থেকে কেকেআর বনাম আরসিবি (KKR vs RCB) ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে দেখা যাবে ‘KGF’ শো। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে যে KGF শো দেখা যাবে, তা হয়তো কেকেআরের পছন্দ নাও হতে পারে। কিন্তু এই KGF শো যদি হিট হয়ে যায়, তা হলে আরসিবির জন্য জয় নিশ্চিত হয়ে যেতে পারে। আর তেমনটা হলে নাইটদের পয়েন্টের ঝুলি এই ম্যাচের পরও শূন্য থাকবে।
কীভাবে কেকেআরের চাপ বাড়াতে পারে ‘KGF’?
এখানে ‘KGF’ এর আসল কানেকশন আরসিবির সঙ্গে। আসলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ‘KGF’ এর অর্থ — ‘K’ মানে কোহলি, ‘G’ মানে গ্লেন ম্যাক্সওয়েল আর ‘F’ মানে ফাফ ডু’প্লেসি। আর যে ম্যাচে একসঙ্গে বিরাট-ম্যাক্সওয়েল এবং ডু’প্লেসির ব্যাট জ্বলে ওঠে, সেই ম্যাচে আরসিবির জেতার প্রবল সম্ভাবনা থাকে। আর সেটাই যদি আজ ইডেনে হয়, তা হলে নাইটদের ১৬তম আইপিএলে প্রথম পয়েন্ট পাওয়ার স্বপ্নটা ভেঙে যাবে।
We’re in for a thrilling Thursday night fixture against KKR! ?
12th Man Army, let’s ring in the RCB chants! ?#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #KKRvRCB pic.twitter.com/GNwVLut6nK
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 6, 2023
কোহলি-ম্যাক্সওয়েল-ডু’প্লেসির ফর্ম
এ বারের আইপিএলের প্রথম ম্যাচে বিরাট কোহলি ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন। কোহলির পাশাপাশি দুরন্ত ছন্দে ছিলেন আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসিও (৭৩)। মুম্বই ইন্ডিয়ানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩ বলে ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন ম্যাক্সি। তাঁর স্ট্রাইকরেট ছিল ৪০০।