Ajinkya Rahane-Venkatesh Iyer: অপেক্ষার অবসান, ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর

IPL 2025, KKR New Captain: রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর মনে করা হয়েছিল, রিঙ্কু সিংকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আইপিএলের মেগা অকশনে চমক দিয়েছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছিল চড়া দামে।

Ajinkya Rahane-Venkatesh Iyer: অপেক্ষার অবসান, ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর
Image Credit source: KKR Knight Club

Mar 03, 2025 | 4:02 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২২ মার্চ। প্রায় সব দলেরই ক্যাপ্টেন ঘোষণা হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল কলকাতা নাইট রাইডার্সের। রিটেনশন তালিকা প্রকাশ্যে আসার পর মনে করা হয়েছিল, রিঙ্কু সিংকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু আইপিএলের মেগা অকশনে চমক দিয়েছিল কেকেআর। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়েছিল চড়া দামে। এরপরই জল্পনা শুরু হয়, ভেঙ্কটেশ আইয়ারই কেকেআরের ক্যাপ্টেন হচ্ছেন। পরিস্থিতি বদলে যায় অকশনের দ্বিতীয় দিন। শেষ মুহূর্তে অজিঙ্ক রাহানেকে নেয় কেকেআর। ক্যাপ্টেন্সির দিক থেকে এগিয়ে ছিলেন অজিঙ্ক রাহানেই। তাঁকেই ক্যাপ্টেন করা হল। সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিন বার চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। গত সংস্করণে কেকেআরের মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন সেই গৌতম গম্ভীর। আর দায়িত্ব নেওয়ার পরই কামাল। গৌতম গম্ভীরের মেন্টরশিপ এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয় বার আইপিএল খেতাব জেতে কেকেআর। গম্ভীর জাতীয় দলের কোচ হন। শ্রেয়স আইয়ারকে রিটেন করা হয়নি। কেকেআর যে নতুন ক্যাপ্টেন নিয়োগ করবে সেখানেই পরিষ্কার হয়েছিল।

আইপিএলে প্রায় সব টিমেরই ক্যাপ্টেন ঘোষণা হয়ে গেল। বাকি রইল শুধু দিল্লি ক্যাপিটালস। অজিঙ্ক রাহানে অতীতেও কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। টিমের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার তিনিই। সে কারণে তাঁর উপরই ভরসা রাখা হল। এর পাশাপাশি পরবর্তী অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে যেন রেডি করা হচ্ছে। রাহানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন ভেঙ্কটেশ আইয়ার।