AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2021: অধিনায়কের মতো পারফর্ম করতে পারিনি: মর্গ্যান

কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া তথ্যচিত্র "WE ARE KKR"-এ এই যন্ত্রণার গল্প শুনিয়েছেন মর্গ্যান।

IPL 2021: অধিনায়কের মতো পারফর্ম করতে পারিনি: মর্গ্যান
IPL 2021: অধিনায়কের মতো পারফর্ম করতে পারিনি: মর্গ্যান
| Edited By: | Updated on: Sep 14, 2021 | 10:09 AM
Share

দুবাই: সাত ম্যাচে মাত্র ৯২ রান। সর্বোচ্চ অপরাজিত ৪৭। অ্যাভারেজ বা স্ট্রাইকরেট কোনটাই উল্ল্যেখযোগ্য নয়। এটা অসমাপ্ত আইপিএলে (IPL) নাইট অধিনায়ক ইওন মর্গ্যানের (Eoin Morgan) পরিসংখ্যান। ব্যাটসম্যান হিসেবে তিনি দাঁড়িয়ে আছেন ৩৯ নম্বরে। সত্যিই এই পারফরম্যান্স আর যাই হোক না কেন অধিনায়ক সুলভ নয়। সেটা মেনে নিচ্ছেন নাইট অধিনায়ক নিজেই। তাঁর এই খারাপ পারফরম্যান্সের প্রভাবে যে দলের খেলায় পড়ছে, সেটাও কোনও রাগঢাক না করে মেনেও নিয়েছেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া তথ্যচিত্র “WE ARE KKR”-এ এই যন্ত্রণার গল্প শুনিয়েছেন মর্গ্যান। বলেছেন, ”একজন অধিনায়ককে তাঁর পারফরম্যান্স দিয়ে বিচার করা হয়। আমার ক্ষেত্রে যেটা একেবারেই ভালো নয়। আমি এমন কাজ করতে পারিনি, যাকে অধিনায়কের দায়িত্ব বলা যেতে পারে। অধিনায়ককে তাঁর অধিনায়কত্ব দিয়ে কিছুটা বিচার করা যেতে পারে। কিন্তু বাকিটা নির্ভার করে পারফরম্যান্সের ওপরই। ”

গত মরসুমে টুর্নামেন্টের মাঝ পথেই দীনেশ কার্তিক অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, তাঁর বদলেই বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ককে নেতার পদে বেছে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তাতেও দলের ভাগ্য বদলায়নি। ভারতের মাটিতে অসমাপ্ত আইপিএলে আট দলের মধ্যে সাত নম্বরে আছে শাহরুখ খানের দল। সাত ম্যাচে মাত্র চার পয়েন্ট তাদের পকেটে। আরব দেশে অবশিষ্ট আইপিএলে আর একটি বা দুটি ম্যাচে হারলেই খেতাবের দৌড় থেকে ছিটকে যাবে নাইটরা। তাই তাদের কাছে এটা ডু অর ডাই পরিস্থিতি। দলের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের মতে কখনও কখনও জ্বলে উঠছে দল। কিন্তু পারফরম্যান্সের ক্ষেত্রে যে ধারাবাহিকতার প্রয়োজন হয় সেটা কোনও ভাবেই দেখা পারছেন না তারা।

দলের দুই সিনিয়র ক্রিকেটার দলের খারাপ পারফরম্যান্সের কারণ খোঁজার চেষ্টা করলেও কোচ ব্রেন্ডন ম্যাকালাম অনেক বেশি শান্ত। তিনি বরং ফোকাস করছেন ক্রিকেটারদের মানসিক ভাবে হালকা রাখতে। তাঁর একটাই দাবি, সব ভুলে মাঠে নেমে নিজেরে সেরাটা দাও। নিজেদের প্রতিভার ওপর বিশ্বাস রাখো। ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।