Shreyas Iyer: কেকেআর নাকি শ্রেয়স, কে কাকে ছেড়েছে? এ বার মুখ খুললেন নাইট কর্তা

KKR, IPL: কেকেআরের প্রস্তাব তাঁর পছন্দ হয়নি! নিজেকে এ বার যে কারণে 'পরখ' করতে চান শ্রেয়স আইয়ার। আইপিএল রিটেনশন তালিকায় শ্রেয়সের নাম না থাকার পর তাঁকে নিয়ে বিরাট আলোচনা হচ্ছে। এ বার নাইট কর্তা জানালেন, নাইট রাইডার্স নাকি শ্রেয়স, কে কাকে ছেড়েছে?

Shreyas Iyer: কেকেআর নাকি শ্রেয়স, কে কাকে ছেড়েছে? এ বার মুখ খুললেন নাইট কর্তা
নাইট ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে আইপিএল মেগা নিলামের আগে রিটেন করেনি কেকেআর।Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Nov 02, 2024 | 4:50 PM

কলকাতা: পঁচিশের আইপিএলে (IPL 2025) একাধিক টিমের ক্যাপ্টেন বদলে যাবে। আইপিএল রিটেনশন তালিকা প্রকাশ হওয়ার পর যা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ঘুরে ফিরে প্রবল আলোচনায় শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়সকে কেন ধরে রাখল না কেকেআর (KKR)? অনেকের মনে উঁকি দিচ্ছে এই প্রশ্ন। কলকাতার সিইও ভেঙ্কি মাইসোর এ বার পরিষ্কার জানিয়েছেন, শ্রেয়সকে নাইট শিবির প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রিটেন করতে চেয়েছিল। কিন্তু কেকেআরের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন নিজেকে পরখ করতে চান।

কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর RevSportz-কে বলেন, ‘আমাদের রিটেন করা ক্রিকেটারদের তালিকায় এক নম্বরে ছিলেন শ্রেয়স আইয়ার। তিনি দলের অধিনায়ক ছিলেন এবং তাঁকে ঘিরেই আমাদের দল গড়ে তুলতে হত। আমরা ২০২২ সালে তাঁকে এই বিশেষ কাজের জন্য বেছে নিয়েছিলাম। এরপর ২০২৩ সালে তিনি চোটের কবলে পড়েন। সেখান থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গে তাঁকে আবার অধিনায়ক করা হয়। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু শেষ পর্যন্ত সকলকে নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হয়।’

সকল ক্রিকেটারের নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার রয়েছে। এই প্রসঙ্গে ভেঙ্কি বলেন, ‘রিটেন করার অনেক দিক আছে। অনেকেই বোঝেন না এখানে অনেক পারস্পরিক সম্মতি প্রয়োজন। একদিকে সম্মতি থাকলে চলে না। ক্রিকেটারদের অনেক দিকে মনোযোগ দিতে হয় এবং তাঁদের সম্মতি দেওয়াও প্রয়োজন। অনেক সময় নানা কারণে পারস্পরিক সমঝোতা সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে যেখানে অর্থ বা কেউ তাঁদের মূল্য পরখ করতে চায়। এর জন্য অনেক সিদ্ধান্তও প্রভাবিত হয়।’

এ বার দেখার সত্যিই নিজের মূল্য পরখ করার জন্য নিলামে কত দর পান কেকেআরকে ১৭তম আইপিএলে চ্যাম্পিয়ন বানানো ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার।