ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অপেক্ষা এখন শুধু ঘণ্টায়। কাল শুরু আইপিএলের ১৮তম সংস্করণ। দীর্ঘ ১০ বছরের ব্যবধানে গত বার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ম্যাচ দিয়েই এ বারের আইপিএলের বোধন। কিন্তু চ্যাম্পিয়নরা কি ট্রফি ডিফেন্ড করতে পারবেন? প্রশ্ন সেখানেই। টুর্নামেন্ট যতক্ষণ না শুরু হচ্ছে, পরস্থিতি বোঝা কঠিন। কেকেআরের ওল্ড ইজ গোল্ড স্লোগান- করব…লড়ব…জিতব রয়েইছে। এর সঙ্গে টাইটেল ডিফেন্ড করার ক্ষেত্রে এ মরসুমের জন্য নতুন স্লোগানও রেখেছে কেকেআর। জিদ কি নয়ি হদ…। সহজ করে বললে, ট্রফি ধরে রাখতে সীমাহীন জেদ বজায় রাখার প্রতিশ্রুতি। কেমন হয়েছে কেকেআরের টিম, প্রস্তুতিই বা কেমন। মরসুম শুরুর আগে জেনে নেওয়া যাক।
মুম্বইতে কেকেআর অ্যাকাডেমিতে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল। কলকাতায় প্রস্তুতি করেছে অনেক দিন। প্রস্তুতি ম্যাচ খেলেছে দুটি। যদিও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ করা যায়নি। সার্বিক ভাবে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি খুব খারাপ হয়নি। এখনও অবধি ইতিবাচক থাকাই যায়। কেকেআর কার্যত গত বারের কোর টিমটাকেই ধরে রেখেছে। কিন্তু কেকেআরের দুটি বিষয় নিয়ে কিছুটা হলেও সমস্যা রয়েছে।
প্রথমত ওপেনিং। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে খোদ ওপেনার। তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তোলার জায়গা খুব একটা হয়তো থাকবে না। কিন্তু রাহানে ওপেনার হিসেবে কতটা ধারাবাহিকতা দেখাতে পারবেন, এ বিষয়ে সন্দেহ থাকেই। গত মরসুমে কেকেআরের সাফল্যের অন্যতম রসদ ছিল ওপেনিং জুটি। ফিল সল্ট ও সুনীল নারিন কার্যত প্রতি ম্যাচেই একটা দুর্দান্ত শুরু দিয়েছেন। কেকেআরের মিডল অর্ডার নিয়ে সমস্যা ছিল না, এ বারও নেই।
দ্বিতীয়ত, বেস্ট বিদেশি পেসার। যেতা গত বার মিচেল স্টার্ক ছিলেন। এ বার আর এক বাঁ হাতি অজি পেসার স্পেন্সর জনসন রয়েছেন। আইপিএলে তাঁর অভিজ্ঞতা সামান্য। আন্তর্জাতিক ক্রিকেটেও তাই। অন্যদিক, অনরিখ নর্টজে ডানহাতি পেসার। প্রচণ্ড চোটপ্রবণও। ফলে এই জায়গাটা সমস্যা হতে পারে। স্বস্তির জায়গা, কেকেআরে বিকল্প প্রচুর রয়েছে। হর্ষিত রানা, বৈভব অরোরার মতো দুই তরুণ পেসার ভরসা দিয়েছেন। সঙ্গে আন্দ্রে রাসেল, রমনদীপ সিংরাও রয়েছেন। এর মধ্য়েও যেটা ভোগাতে পারে, স্লগ ওভার বোলিং। এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে, কেকেআরের এগনো সম্ভব।
কেকেআর ফুল স্কোয়াড-অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, কুইন্টন ডি’কক, রহমানুল্লা গুরবাজ, অংক্রিশ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে, লাভনিথ সিসোদিয়া, ভেঙ্কটেশ আইয়ার, অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনরিখ নর্টজে, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কন্ডে, স্পেন্সর জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।