AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR ভিডিয়ো: হাফ বাঙালি, হাফ ইন্ডিয়ান! ‘কাকার’ সঙ্গে গল্পে মশগুল কেকেআর তারকা

KKR vs SRH, Rahmanullah Gurbaz: ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয়। টিমের খুশির মেজাজ। আর তার ঝলক শুধুমাত্র যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন তাঁদেরই নয়, টিমের সকলের মধ্যেই একইরকম এনার্জি।

IPL 2025, KKR ভিডিয়ো: হাফ বাঙালি, হাফ ইন্ডিয়ান! 'কাকার' সঙ্গে গল্পে মশগুল কেকেআর তারকা
Image Credit: PTI FILE
| Updated on: Apr 04, 2025 | 6:53 PM
Share

একটা জয়, টিমের মেজাজই পাল্টে দিয়েছে। এ মরসুমের প্রথম জয় তা নয়। তবে রাজস্থানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জেতার পর মুম্বইতে মুখ থুবরে পড়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিক ভাবেই দলে চূড়ান্ত অস্বস্তি কাজ করছিল। এর থেকে ঘুরে দাঁড়ানোর একটাই উপায় ছিল। সেটাই করে দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দাপুটে জয়। টিমের খুশির মেজাজ। আর তার ঝলক শুধুমাত্র যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন তাঁদেরই নয়, টিমের সকলের মধ্যেই একইরকম এনার্জি।

গত মরসুমে ফিল সল্ট, এ বার কুইন্টন ডি’কক। স্বাভাবিক ভাবেই একাদশে জায়গা হচ্ছে না আফগান কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজের। অভিজ্ঞ প্রোটিয়া কিপার ব্যাটার কুইন্টনই প্রথম চয়েস। খেলার সুযোগ না পেলেও কেকেআরের প্রতি ভালোবাসা অটুট গুরবাজের। কলকাতার সমর্থকরা তাঁকে খুবই পছন্দ করেন। এই ফ্র্যাঞ্চাইজিতে থেকে গুরবাজও খুব ভালো ভাবে মিশে গিয়েছেন। প্র্যাক্টিস সেশনেও দেখা যায়, ফেন্সিংয়ের ভেতর থেকেই সমর্থকদের নানা আবদার মেটান গুরবাজ। সানরাইজার্স ম্যাচের পর আরও একটা ভালো লাগার মুহূর্ত।

ইডেনে মাঠকর্মীদের সঙ্গে জমিয়ে আড্ডা মারলেন আফগান কিপার-ব্যাটার রহমানুল্লা গুরবাজ। মাঠকর্মীদেরই একজন তাঁকে জিজ্ঞেস করেন, কেকেআরের জয়ে কেমন লাগছে। গুরবাজ বাংলায় রিপ্লাই দেন, ‘ভালো’। সকলেই বেশ মজা পান তাঁর উত্তরে। গুরবাজ নিজে থেকেই বলেন, তিনি হাফ বাঙালি, হাফ ইন্ডিয়ান, হাফ আফগান।

মাঠকর্মীদের সঙ্গে তাঁর আচরণ মুগ্ধ করেছে সকলকেই। তাঁদের মধ্যে একজন বর্ষীয়ান মাঠকর্মীও ছিলেন। গুরবাজ বলেন, ‘আঙ্কেলের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগল।’ গুরবাজের মুখে সারাক্ষণই হাসি বজায় থাকে। খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে খামতি রাখেন না। নিজেকে রেডি রাখেন, যাতে সুযোগ এলে পারফর্ম করতে পারেন।