KKR vs SRH Playing XI IPL 2025: দুই ফাইনালিস্ট, নানা সমস্যা! কী হতে পারে KKR-SRH কম্বিনেশন?

KKR vs SRH Preview: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার কিছুটা হলেও যেন ছন্নছাড়া পরিস্থিতিতে। দু-দলই তিনটি করে ম্যাচ খেলেছে। জয় মাত্র একটিতে। দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই।

KKR vs SRH Playing XI IPL 2025: দুই ফাইনালিস্ট, নানা সমস্যা! কী হতে পারে KKR-SRH কম্বিনেশন?
Image Credit source: PTI

Apr 03, 2025 | 4:04 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আজ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। গত মরসুমে অনেকবারই মুখোমুখি হয়েছে দু-দল। তবে আসল তো ছিল ফাইনাল। এই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার কিছুটা হলেও যেন ছন্নছাড়া পরিস্থিতিতে। দু-দলই তিনটি করে ম্যাচ খেলেছে। জয় মাত্র একটিতে। দু-দলের কাছেই ঘুরে দাঁড়ানোর লড়াই।

সানরাইজার্স হায়দরাবাদ জয় দিয়ে অভিযান শুরু করেছিল। গত দু-ম্যাচে হার। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্স হার দিয়ে অভিযান শুরু করেছিল। মাঝে রাজস্থানের বিরুদ্ধে জয়। কিন্তু গত ম্যাচে মুম্বইয়ে মুখ থুবরে পড়েছে কেকেআর ব্যাটিং আক্রমণ। মেন্টর ডোয়েন ব্র্য়াভো ব্য়াটারদের বার্তা দিয়েছেন, বেসিক ক্রিকেটটাই খেলার। মুম্বইয়ের কাছে হারের চেয়েও অস্বস্তি ছিল কেকেআর ব্যাটারদের শট সিলেকশন। কার্যত আত্মসমর্পণ করেছিল ব্যাটিং।

অন্যদিকে, সানরাইজার্স গত দু-ম্যাচে হারলেও তাদের মাইন্ডসেট ক্লিয়ার। গত মরসুমের মতো এ বারও আগ্রাসী ক্রিকেটই খেলছে তারা। দুটো ম্যাচ হারে যে এই মাইন্ডসেট বদলাবে না তারা, পরিষ্কার করে দিয়েছে সানরাইজার্স শিবির। কেকেআর বোলিংয়ের কাছেও তাই বাড়তি চ্যালেঞ্জ। তবে এই ম্যাচে বাড়তি নজর থাকবে সানরাইজার্স পেসার মহম্মদ সামির দিকে। বাংলার এই পেসার চোটের কারণে গত আইপিএলে খেলতে পারেননি। টাইটান্স তাঁকে রিটেন করেনি। সানরাইজার্সে এখনও অবধি চমকে দেওয়া পারফরম্যান্স দেখা যায়নি। চেনা ইডেনে সামিই হয়তো সানরাইজার্সের তুরুপের তাস হয়ে উঠতে পারেন।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: সুনীল নারিন, কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, স্পেন্সর জনসন, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য দ্বাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, হেনরিখ ক্লাসেন, অভিনব মনোহর, প্যাট কামিন্স, উইয়ান মুল্ডার/অ্যাডাম জাম্পা, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি/সিমরজিৎ সিং