
কলকাতা: চলতি মরসুমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। তাঁর উপর প্রত্যাশার চাপও কম নয়। নাইট ভক্তদের নয়নের মণি ভেঙ্কটেশ আইয়ার। এই বছর তাঁকে নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিজের দামের প্রতি কি সুবিচার রাখতে পারছেন ভেঙ্কটেশ আইয়ার? মরসুম শুরুর আগে তাঁকে নাইট দলের সম্ভব্য ক্যাপ্টেন হিসেবেও ধরা হচ্ছিল। তা অবশ্য ঘটেনি। অভিজ্ঞ অজিঙ্ক রাহানেকে করা হয় টিমের ক্যাপ্টেন। ভেঙ্কিকে তাঁর ডেপুটি করা হয়েছে। মরসুমের শুরু থেকেই প্রাইস ট্যাগ নিয়ে প্রশ্ন শুনে আসছেন। হায়দরাবাদকে হারিয়ে কী বলছেন কেকেআরের ভাইস ক্যাপ্টেন?
এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স খেলে ফেলেছে ৪টি ম্যাচ। প্রথম তিন ম্যাচে একেবারেই ছাপ ফেলতে পারেননি নাইট সহ-অধিনায়ক। তবে বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে ফের একবার পুরনো ছন্দে দেখা গিয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে। সানরাইজার্সের বিরুদ্ধে স্লগ ওভারে ঝড় তুলেছেন। মাত্র ২৯ বলে ৬০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন ভেঙ্কি। টিম জিতেছে, সকলেই পারফর্ম করেছে। টিম গেমে জয়। সাংবাদিক সম্মেলনে প্রাইস ট্যাগ প্রশ্নও উঠল।
ম্যাচ শেষে আইয়ার নিজের প্রাইস ট্যাগ প্রসঙ্গে একটু হেসে বলেছেন, “আমি বহুবার বলেছি, যখন টুর্নামেন্ট শুরু হয়ে যায় তখন কার দাম কত, এর কোনও মূল্য থাকে না। আমাদের দলে তরুণ ক্রিকেটার অংক্রিশ রঘুবংশীর মতো প্লেয়ার আছে, যে অত্যন্ত ভালো খেলছে । টাকা কখনও ঠিক করে না কে কী ভাবে খেলবে। আমি জানি, এই প্রশ্নটা অনেক জায়গায় উঠেছে । আমি দলের একজন প্লেয়ার। তাই সবসময় দলকে জেতানোর জন্য কিছু করতে চাই। সব সময় চেষ্টা করি, দলের প্রয়োজনে কাজে লাগতে পারি। ব্যাট হাতে হোক, আর বল হাতে। এমনকি, ফিল্ডিংয়ের সময়ও যেন দলকে সাহায্য করতে পারি। আমার দায়িত্ব ম্যাচে দলের সাফল্য অবদান রাখা।”
ভেঙ্কটেশ এতেই থামছেন না। তিনি আরও বলেছেন, “আমি মিথ্যা কথা বলব না, কিছুটা চাপ সব সময় থাকে। সেই চাপ নিয়েও দলকে কী ভাবে ম্যাচে জেতাব, সেটা মাথায় ঘোরে। প্রাইস ট্যাগ বা নিজের রান নিয়ে আমি চাপ কখনও নিই না।”