AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul: সেঞ্চুরিয়নের বদ্ধভূমিতে দুরন্ত সেঞ্চুরি রাহুলের, লড়াইয়ে ফিরল ভারত

India vs South Africa, 1st Test: সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন রাহুল। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে, এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন লোকেশ রাহুল। প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোৎজেকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন রাহুল।

KL Rahul: সেঞ্চুরিয়নের বদ্ধভূমিতে দুরন্ত সেঞ্চুরি রাহুলের, লড়াইয়ে ফিরল ভারত
KL Rahul: ব্যাটারদের বদ্ধভূমিতে সেঞ্চুরি লোকেশ রাহুলের, লড়াইয়ে ফিরল ভারতImage Credit: PTI
| Updated on: Dec 27, 2023 | 6:47 PM
Share

সেঞ্চুরিয়ন: প্রোটিয়াদের দুর্গে ভারতের প্রথম ইনিংসে অক্সিজেন দিয়েছেন লোকেশ রাহুল (KL Rahul)। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন রাহুল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে, এক ঘণ্টার মধ্যে শতরান পূর্ণ করেন লোকেশ রাহুল। প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোৎজেকে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন রাহুল। ১৩৩ বলে শতরান পূর্ণ হয়েছে তাঁর। এটি রাহুলের কেরিয়ারের ৪৮তম টেস্ট ম্যাচ। আর তাতে অষ্টম শতরান হাঁকালেন রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটি রাহুলের দ্বিতীয় শতরান।

রোহিত শর্মা-বিরাট কোহলির ব্যাট যেখানে কথা বলেনি, সেখানেই শতরান হাঁকিয়ে সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়ার হিরো হয়ে গিয়েছেন লোকেশ রাহুল। ভারতের প্রথম ইনিংসে লোকেশ রাহুলের শতরান ছাড়া আর কোনও ক্রিকেটারের নামের পাশে অর্ধশতরান নেই। ছয় নম্বরে নেমে রাহুল লড়ে গেলেন শেষ অবধি। তাঁর ব্যাটে সেঞ্চুরি না এলে ভারত প্রথম ইনিংসে হয়তো ১২১ রানেই গুটিয়ে যেতে পারত। কারণ, সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন ১২১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। সেখান থেকে দ্বিতীয় দিনে খেলা টেনে আনেন রাহুল। ২৪৫ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া।

শতরানের পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রাহুল। তাঁর উইকেট তুলে নেয় ডেবিউ টেস্ট ম্যাচ খেলতে নামা নান্দ্রে বার্গার। তিনি অভিষেক টেস্টে ১৫.৪ ওভার বল করে ৩টি উইকেট নিয়েছেন। প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা ৫টি উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, সেঞ্চুরিয়ন টেস্টে সেঞ্চুরি করার পাশাপাশি রাহুল গড়েছেন এক রেকর্ড। দেশের বাইরে তিন ফর্ম্যাটে ৫০-এর বেশি রান করা তৃতীয় ভারতীয় উইকেটকিপার ব্যাটার হলেন লোকেশ রাহুল। তাঁর আগে মহেন্দ্র সিং ধোনি এবং ঋষভ পন্থ এই রেকর্ড গড়েছিলেন।