KL Rahul : ভারতীয় শিবিরে স্বস্তি, বিশ্বকাপের আগেই ২২ গজে ফিরতে পারেন লোকেশ রাহুল
Asia Cup 2023 : মার্কিন যুক্তরাজ্য থেকে থাই সার্জারি করে দেশে ফেরার পর এ বার এনসিএতে পৌঁছে গেলেন লোকেশ রাহুল। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এশিয়া কাপের সময় ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন কেএল রাহুল।
বেঙ্গালুরু : বিশ্ব টেস্ট ফাইনালের পর্ব এখন অতীত। ভারতের সামনে রয়েছে এ বার বেশ কয়েকটি সিরিজ, এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ। এ বছর ৫০ ওভারের বিশ্বকাপের আয়োজক ভারত। ফলে আইসিসির এই টুর্নামেন্টে ভারতের বিশেষ দায়িত্ব থাকছে। এরই মাঝে বিশ্বকাপের আগেই ভারতীয় শিবিরের জন্য সুখবর আসতে চলেছে। ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল (KL Rahul)। ১৩ জুন, মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করতে গেলেন কেএল রাহুল। গত মে মাসের ৯ তারিখ লোকেশ রাহুল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাঁর সফল অস্ত্রোপচার হয়েছে। মার্কিন যুক্তরাজ্য থেকে থাই সার্জারি করে দেশে ফেরার পর এ বার এনসিএতে পৌঁছে গেলেন লোকেশ রাহুল। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এশিয়া কাপের সময় ম্যাচ ফিট হয়ে উঠতে পারেন কেএল। তারপর রয়েছে দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। রাহুল তার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁকে পেয়ে যাবে ভারত। তেমনটা হলে টিম ইন্ডিয়ার জন্য তা কার্যত খুশির খবরই হবে। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারতীয় দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন লোকেশ রাহুল। এ বারের আইপিএলের শেষের দিকে চোটের কারণে রাহুলের আর খেলা হয়নি। এরপর চিকিৎসকদের পরামর্শে থাই সার্জারি করান রাহুল। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারেননি রাহুল। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় দলের দ্বিতীয় পছন্দের উইকেটকিপার-ব্যাটার হচ্ছেন লোকেশ রাহুল। ফলে দেশের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের আগে রাহুল যদি পুরোপুরি ফিট হয়ে যান, তা হলে তাঁকে দেখা যেতে পারে উইকেটের পেছনে।
ಮನೆ ? pic.twitter.com/0BXpG03kdL
— K L Rahul (@klrahul) June 13, 2023
অস্ত্রোপচারের পর লন্ডনে স্ত্রীর সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন রাহুল। মঙ্গলবার লোকেশ রাহুল নিজের এনসিএতে ফেরার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ওডিআই ফর্ম্যাটে ভারতের জন্য মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হলেন রাহুল। ফলে বিশ্বকাপের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে টিম ইন্ডিয়ারই লাভ। দেশের হয়ে তিন ফর্ম্যাটে রাহুলের নামের পাশে রয়েছে ১৪টি শতরান। ৪৭টি টেস্টে ২৬৪২ রান, ৫৪টি ওডিআই ম্যাচে ১৯৮৬ রান ও ৭২টি টি-২০ ম্যাচে ২২৬৫ রান করেছেন রাহুল।