
কলকাতা: ১৮তম ওভারের পঞ্চম ডেলিভারিতে একখানা গগনচুম্বী ছক্কা… চিন্নাস্বামীতে আইপিএলের (IPL) ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) জেতালেন লোকেশ রাহুল (KL Rahul)। এ দৃশ্য এখনও ক্রিকেট প্রেমীদের মনে টাটকা। চিন্নাস্বামীতে দিল্লিকে জেতাতেই গর্জে উঠেছিলেন রাহুল। নিজের ব্যাট দিয়ে মাটিতে গোল গোল করার চেষ্টা করেন (যেন মাটিতে তলোয়ারের মতো ব্যাট গেঁথে দিচ্ছেন) এবং সেই সময় তিনি বলেন, ‘এটা আমার মাঠ।’ ম্যাচের শেষেও রাহুলের গর্জন থামেনি।
Never seen KL RAHUL this ANGRY before!!
He was Here to Make a STATEMENT 🥶🔥 pic.twitter.com/EspMvovYCB
— Jyotirmay Das (@dasjy0tirmay) April 10, 2025
আর ৭টা রান হলেই সেঞ্চুরির মালিক হতেন রাহুল। সেটা না হলেও অক্ষরের দিল্লির আরসিবি-বধের নায়ক রাহুলই। কেএল বেঙ্গালুরুর ছেলে, সেখানকার মাঠ তাঁর চেনা। দিল্লির জার্সি গায়ে চাপিয়ে চিন্নাস্বামীতে খেলতে নেমে রাহুলকে আলাদাই মেজাজে দেখা যাচ্ছিল। ৯৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ওই ম্যাচের সেরা হন রাহুল। ম্যাচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘এটা আমার মাঠ, আমার বাড়ি, এই মাঠটা অনেকের থেকে ভালো আমি চিনি।’
টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান তোলেন ফিল সল্ট, রজত পাতিদাররা। ১৬৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় দিল্লি। রাহুল ছাড়া ত্রিস্টান স্টাবস ৩৮ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। ম্যাচের শেষে রাহুল বলেন, ‘উইকেটটা সামান্য জটিল ছিল। তবে ২০ ওভার ধরে স্টাম্পের পিছনে ছিলাম। উইকেট কেমন আচরণ করছে, তা পর্যবেক্ষণ করেছিলাম। ব্যাটিং করার সময় সেটাই সাহায্য করেছিল।’