KL Rahul: ওর অনেক কৃতিত্ব…, KKR প্রাক্তনী জাতীয় দলের কোচের প্রশংসায় লোকেশ রাহুল
Delhi Capitals-KL Rahul: পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কিপার-ব্যাটার লোকেশ রাহুল। দিল্লির জার্সিতে অভিষেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ বলে ১৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। সিএসকে-র বিরুদ্ধে একটি পরিণত ইনিংস খেলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয়ের হ্যাটট্রিক। চেন্নাই দুর্গে অনবদ্য জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন লোকেশ রাহুল। দিল্লি ক্যাপিটালসে এ বারই যোগ দিয়েছেন। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হয়নি। জাতীয় দলের অনেক সতীর্থই রয়েছেন। দিল্লির জার্সিতে প্রথম ম্যাচে অবশ্য খেলা হয়নি রাহুলের। পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কিপার-ব্যাটার লোকেশ রাহুল। দিল্লির জার্সিতে অভিষেক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ বলে ১৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। সিএসকে-র বিরুদ্ধে একটি পরিণত ইনিংস খেলেন।
সানরাইজার্স এবং চেন্নাই ম্যাচের পরিবেশ পরিস্থিতি পুরোপুরি আলাদা ছিল। পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন। সানরাইজার্সের বিরুদ্ধে ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং। আবার চেন্নাইয়ের বিরুদ্ধে তুলনামূলক মন্থর। রাহুলের ৫১ বলে ৭৭ রানের ইনিংসের সৌজন্যে চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে উন্নতি, দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে রাহুল কৃতিত্ব দিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে।
চিপকে ৫১ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংসে ছয়টি চার এবং তিনটি ছয়। যার ফলে দিল্লি ১৮৩ রান করে। ১৫ বছর পর চেন্নাইয়ের মাঠে জিতেছে দিল্লি। এ মরসুমে দিল্লির জয়ের হ্যাটট্রিক। একটি ভিডিয়ো বার্তায় দিল্লির মেন্টর কেভিন পিটারসেনকে রাহুল বলেন, ‘গত এক বছর ধরে সাদা বলের খেলায় সত্যিই কঠিন পরিশ্রম করেছি। অভিষেক নায়ারকে অনেক ধন্যবাদ। উনি ভারতীয় দলে আসার পর থেকে আমি অনেক বিষয়েই কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা অভিষেকের সঙ্গে আলোচনা করেছি। এই ফরম্যাটে কীভাবে আরও উন্নতি করতে পারি তা নিয়ে কথা বলেছি। কোথাও না কোথাও আমি সাদা বলের ক্রিকেটে মজা ফিরে পেয়েছি।’





