
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমে সবচেয়ে ধারাবাহিক দল বলা যায় দিল্লি ক্যাপিটালসকে। ছ’টির মধ্যে পাঁচটিতে জয়। বুধবার রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে চাপের পরিস্থিতি থাকলেও সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রায় প্রতিটা ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লোকেশ রাহুল। যদিও তাঁর ব্যাটিং মানসিকতা নিয়ে বেশ অবাক সতীর্থ। রাহুল উইকেট বাঁচাতে খেলছিল, এমনটাও মনে করছেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩২ বলে মাত্র ৩৮ রান করেন লোকেশ রাহুল। তা নিয়েই প্রশ্ন তুলেছেন চেতেশ্বর পূজারা। এমন মন্থর ব্য়াটিং পূজারাকে অবাক করেছে। চেতেশ্বর পূজারা বলেছেন, “এই ম্যাচে ওর ব্যাটিং মানসিকতা আমার খুব একটা ভালো লাগেনি। রাহুল সিনিয়র ব্যাটার। ১৫-২০ বল খেলার পর ও তো সেট হয়ে গিয়েছিল। আরও একটু আগ্রাসী ব্যাটিং প্রয়োজন ছিল। শুরুতে উইকেট হারানোয় একটু চাপ ছিল। কিন্তু ও যখন সেট হয়েছে, দ্রুত রান তোলার চেষ্টা করতেই পারত।”
রাহুলের ব্যাটিং অর্ডারও বদল হচ্ছে। বেশির ভাগ সময় চারে ব্যাট করলেও তাঁকে ওপেনিংয়েও নামতে হয়েছে। রাজস্থানের বিরুদ্ধে অবশ্য চারেই নেমেছিলেন। যদিও দ্রুত উইকেট হারানোয় তাঁকে পাওয়ার প্লে-তে নামতে হয়। পাওয়ার প্লে-র সুবিধাটা নিতে পারেননি রাহুল, এমনটাও মনে করেন পূজারা। আরও বলেছেন, “ওর ব্যাটিং অর্ডারও কিছুটা বদলে গেছে। হয়তো পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। রাহুল সাধারণত পাওয়ার প্লে-তে দারুণ ব্যাটিং করে। কিন্তু পরে দিকের সময় তাকে আরও কিছুটা আক্রমণাত্মক হতে হবে। এই ম্যাচে দেখে মনে হচ্ছিল, স্বাভাবিক খেলা না খেলে উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় ছিল।”