IPL Cheerleader Salary: স্বল্পবসনা ঢেউ তুলেছেন দর্শদের মনে! IPL-এ চিয়ারলিডারদের কত মাইনে?
প্রতি বছর আইপিএলের সময় চিয়ারলিডাররা আলোচনার কেন্দ্রে থাকেন। অতীতে এই কোটিপতি লিগের মাঝে চিয়ারলিডারদের নিয়ে কম বিতর্ক হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচে 'কাতিলানা' হাসি ও গ্ল্যামারের ছটা ছড়িয়ে দেন চিয়ারলিডাররা।

হুশ করে বল উড়ে গেল আম্পায়ারের মাথার উপর দিয়ে। ফিল্ডার হুড়মুড়িয়ে পড়লেন বল ধরতে গিয়ে। গ্যালারিতে আছড়ে পড়ছে ১০০-১৫০ মিটারের ছক্কা। এই সকল দৃশ্য খুবই পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ মানেই চার-ছক্কার ফুলঝুরি। উইকেট পড়লেই সেলিব্রেশন। ভারতের কোটিপতি লিগে বিনোদন ও ক্রিকেট মিলে মিশে যায়। এক এক ম্যাচে এক এক দলের ক্রিকেটার বনে যান ‘বাদশা’। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ট্রেন-ট্রাম-বাসে চলে আইপিএলের (IPL) টিম নিয়ে আলোচনা। কোন দলের তুরুপের তাস কে? কোন দল খেলছে ভালো? কোন দলের উচিত বোলিংয়ে মন দেওয়া? কোন দলের উচিত ব্যাটিংয়ে ফোকাস করা? এ সব নিয়ে ক্রিকেট প্রেমীদের অনর্গল আলোচনা। এ সবে আলাদা করে জায়গা করে নেন চিয়ারলিডাররা। আইপিএলের সময় প্রতি ম্যাচেই দেখা যায় তাঁদের। অনেকের মনে ঝড় তোলে স্বল্পবসনা এই সুন্দরীরা। মাঠে যেমন তাঁরা নজর কাড়েন, তেমনই জায়ান্ট স্ক্রিন ও টেলিভিশনের পর্দাতেও তাঁরা উজ্জ্বল। চার-ছয়, উইকেটের সময় লাইভ ডান্স পারফরম্যান্স থাকে তাঁদের। সেই চিয়ারলিডারদের ম্যাচ পিছু পারিশ্রমিক কত, তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই। চলুন সেটাই জেনে নেওয়া যাক।
আইপিএল ম্যাচে টুপটাপ চার-ছয়ের বৃষ্টি হলে, কখনও হ্যাটট্রিক আবার কখনও ফাইফার হলে উপভোগ করে ৮ থেকে ৮০-র ক্রিকেট প্রেমীরা। ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার চার-ছক্কা হাঁকালে, কোনও বোলার উইকেট নিলে পমপম হাতে চিয়ারলিডারদের দলের হয়ে সেলিব্রেট করতে দেখা যায়। অনেকেই খেলার পাশাপাশি আইপিএল ম্যাচে চিয়ারলিডারদের দেখে বলে থাকেন, ‘ফুল পয়সা উসুল।’ তা বলার অন্যতম কারণ ক্রিকেটের বিনোদন উপভোগের পাশাপাশি দর্শকদের বাড়তি হয় যে সুন্দরী চিয়ারলিডারদের নাচ।
প্রতি বছর আইপিএলের সময় চিয়ারলিডাররা আলোচনার কেন্দ্রে থাকেন। অতীতে এই কোটিপতি লিগের মাঝে চিয়ারলিডারদের নিয়ে কম বিতর্ক হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচে ‘কাতিলানা’ হাসি ও গ্ল্যামারের ছটা ছড়িয়ে দেন চিয়ারলিডাররা। এই পারফর্ম্যান্সের জন্য বিভিন্ন স্যালারি প্যাকেজ রয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ইউরোপের বিভিন্ন ছোট-বড় শহর থেকে এজেন্সি মারফত আইপিএলের মঞ্চে এসে পৌঁছান চিয়ারলিডাররা। ভারতীয় মুদ্রায় তাঁরা কমপক্ষে ১৭ লক্ষ টাকার স্যালারি প্যাকেজ পান। সাধারণত প্রতি ম্যাচ পিছু ১৪-১৭ হাজার টাকা পান।
এই খবরটিও পড়ুন




কোন টিম চিয়ারলিডারদের কত টাকা বেতন দেয়?
চিয়ারলিডারদের সবথেকে বেশি বেতন দেয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর তাদের ম্যাচ পিছু ২৪ হাজার টাকা দেয় চিয়ারলিডারদের। মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার তাদের দলের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ২০ হাজার টাকা দেয়। অন্যদিকে চেন্নাই সুপার কিং, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু ১২ হাজার টাকা করে বেতন দেয়। এখানেই তাঁদের লক্ষ্মীলাভ শেষ হচ্ছে না। আইপিএল ম্যাচের পর তাঁরা পার্টিতে গেলে পকেটে আসে আরও টাকা। এ ছাড়াও চিয়ারলিডাররা নানা সুযোগ সুবিধা পান। যেমন- প্রথমেই বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ। তারপর বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





