AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy 2025 Final: মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কেন সাদা রংয়ের ব্লেজ়ার দেওয়া হয়?

Champions Trophy Jacket: ২০০৯ সালের ১৩ অগস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ওই সাদা জ্যাকেট প্রথম বার উন্মোচিত হয়েছিল। যা মুম্বইয়ের ফ্যাশান ডিজাইনার ববিতা এম-এর মস্তিষ্কপ্রসূত।

ICC Champions Trophy 2025 Final: মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কেন সাদা রংয়ের ব্লেজ়ার দেওয়া হয়?
মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের কেন সাদা রংয়ের ব্লেজ়ার দেওয়া হয়? Image Credit: Christopher Lee-ICC/ICC via Getty Images
| Updated on: Mar 09, 2025 | 5:02 PM
Share

কলকাতা: মরুশহরে পঁচিশের মিনি বিশ্বকাপের ফাইনাল। আজ, ৯ মার্চ দুবাইতে সেই ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। মেন ইন ব্লু জিতলে ভারতীয় শিবিরে আসবে তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। আর কিউয়িরা জিতলে তাঁদের শিবিরে যাবে দ্বিতীয় ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নরা যখন ফাইনালের শেষে ট্রফি নিয়ে সেলিব্রেশন করবেন, সেই সময় তাঁদের গায়ে দেখা যাবে সাদা রংয়ের ব্লেজ়ার। কেন সাদা রংই এই চ্যাম্পিয়নদের ব্লেজ়ারের জন্য বেছে নেওয়া হয়েছে? কারণ জানেন?

এই টুর্নামেন্টের শুরু থেকে চ্যাম্পিয়নদের সাদা রংয়ের ব্লেজ়ার দেওয়া হত না। চলটা শুরু হয়েছিল ২০০৯ সালে। আর টুর্নামেন্ট চলছে সেই ১৯৯৮ সাল থেকে। তারপর ২০০০, ২০০২, ২০০৪, ২০০৬ এই ৫ সংস্করণে চ্যাম্পিয়নদের সাদা রংয়ের ব্লেজ়ার দেওয়া হয়নি। শুরুটা হয়েছিল ২০০৯ সালে। সে বার ১৩ অগস্ট প্রথম প্রকাশ্যে আসে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়নদের ওই সাদা জ্যাকেট। কেন দেওয়া হত এই জ্যাকেট? জয়ী দলের সদস্যদের সম্মান জানাতেই এই উদ্যোগ নেয় আইসিসি।

মুম্বইয়ের ফ্যাশান ডিজাইনার ববিতা এমের মস্তিষ্কপ্রসূত ওই সাদা রংয়ের ব্লেজ়ার। যাঁর কালেকশন একাধিক হাই-প্রোফাইল আউটলেটে পাওয়া যায়। ওই জ্যাকেট তৈরি হয় ইতালিয়ান উলের সঙ্গে টেক্সার ও স্টাইপস দিয়ে। সাদা রংয়ের জ্যাকেটে সোনালি রংয়ের সুতো দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো এমব্রয়ডারি করা থাকে।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে আইসিসিক পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রম চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা জার্সি নিয়ে বলছেন। তিনি বলেন, “আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি সেরার সেরাদের তুলে ধরে। সাদা জ্যাকেট মহানতার পরিচয় দেয়। এখন সারা বিশ্বে এই ইভেন্টের উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।”