KKR Practice: কেকেআর-এর শুভারম্ভ, প্রতিপক্ষের ‘ডেঞ্জার’ হাজির ইডেনে

Mar 12, 2025 | 10:44 PM

IPL 2025, Eden Gardens: দু-বার ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হয়ে ফিরেই ট্রফি দিয়েছিলেন। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। গত বারের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও এ বার পঞ্জাব কিংসে। কেকেআরে কার্যত নতুন সেট আপ। আর নতুন শুরুটাও হয়ে গেল।

KKR Practice: কেকেআর-এর শুভারম্ভ, প্রতিপক্ষের ডেঞ্জার হাজির ইডেনে
Image Credit source: KKR

Follow Us

করব…লড়ব…জিতব। এই স্লোগানেই শুভারম্ভ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১২, ২০১৪ সালে ট্রফি জেতার পর দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। অবশেষে গত মরসুমে কেকেআরের মেন্টর হিসেবে ফিরেছিলেন গৌতম গম্ভীর। এর আগের দু-বার ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন। মেন্টর হয়ে ফিরেই ট্রফি দিয়েছিলেন। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। গত বারের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও এ বার পঞ্জাব কিংসে। কেকেআরে কার্যত নতুন সেট আপ। আর নতুন শুরুটাও হয়ে গেল।

কোচিং টিমে বড়সড় পরিবর্তন হলেও কোর প্লেয়ারদের ধরে রাখা হয়েছে। গত দু-দিন ধরেই নাইট রাইডার্স প্লেয়াররা কলকাতায় আসতে শুরু করেছিলেন। বিদেশি ক্রিকেটার, মেন্টর ডোয়েন ব্র্যাভো, কোচ চন্দ্রকান্ত পন্ডিতও হাজির। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার সহ রিঙ্কু সিং, রমনদীপ সিং আরও একঝাঁক প্লেয়ার। ইডেন গার্ডেন্সে প্রথা মেনে উইকেটে পুজো দিয়ে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা নাইট রাইডার্স। হাজির ছিলেন প্রতিপক্ষের দুই ‘ডেঞ্জার’ও।

কলকাতা নাইট রাইডার্সের বিশ্বস্ত দুই নাইট আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। এরা পৌঁছনোর পরই একটি ভিডিয়ো শেয়ার করে কেকেআর। যার ক্যাপশন ছিল ডেঞ্জার-ডেঞ্জার-ডেঞ্জার। আন্দ্রে রাসেল কতটা বিপজ্জনক এ আর বলার অপেক্ষা রাখে না। তাঁর ব্যাট চলা মানে প্রতিপক্ষ সব সময়ই আতঙ্কে থাকে। তেমনই বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দেন।

একই কথা প্রযোজ্য সুনীল নারিনের ক্ষেত্রেও। একটা সময় মিডল অর্ডারেও ব্যাট করেছেন। তেমনই ওপেনিংয়েও। গত মরসুমে নিয়মিত ওপেন করেন। ৫০০-র উপর রান করেছিলেন। ব্যাট হাতে যেমন বিধ্বংসী মেজাজে ছিলেন তেমনই বোলিংয়েও। কোনও ম্যাচে উইকেট নিতে না পারলে রান আটকে প্রতিপক্ষর উপর চাপ বাড়িয়েছেন। এ মরসুমেও রিটেন করা হয়েছে দুই ক্যারিবিয়ান কিংবদন্তিকে।

কলকাতা নাইট রাইডার্স এখন শুধু অপেক্ষায় দুই ‘চ্যাম্পিয়ন’ ক্রিকেটারের। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। শুরুর দিকে সুযোগ পেয়েছিলেন হর্ষিত রানা। পারফর্ম করেছেন। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে ফাইনাল। অনবদ্য বরুণ চক্রবর্তী। দুই নাইটকে নিয়ে গর্ব হওয়ারই কথা।