Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: ঋতুরাজের পরিবর্ত ‘হারিয়ে’ যাওয়া তারকা! CSK-কে পরামর্শ দেশের প্রাক্তনীর

CSK, IPL 2025: কনুইয়ের চোটের জন্য এই মরসুমের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড। তাঁর জায়গায় এ বার ইয়েলোব্রিগেডের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতে। ঋতুর খামতি চেন্নাইতে কীভাবে পূরণ হবে?

Ruturaj Gaikwad: ঋতুরাজের পরিবর্ত 'হারিয়ে' যাওয়া তারকা! CSK-কে পরামর্শ দেশের প্রাক্তনীর
ঋতুরাজের পরিবর্ত 'হারিয়ে' যাওয়া তারকা! CSK-কে পরামর্শ দেশের প্রাক্তনীরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 4:18 PM

টানা পাঁচ ম্যাচে হেরে জর্জরিত পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে চিপকে সবচেয়ে খারাপ ভাবে হার চেন্নাইয়ের। তারপরেই সেই নিয়ে মুখ খুলেছেন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কনুইয়ের চোটের জন্য এই মরসুমের বাকি অংশ থেকে ছিটকে গিয়েছেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড। তাঁর জায়গায় এ বার ইয়েলোব্রিগেডের ব্যাটন মহেন্দ্র সিং ধোনির হাতে। ঋতুর খামতি চেন্নাইতে কীভাবে পূরণ হবে? এ বার ঋতুর পরিবর্ত হিসেবে ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ -কে দলে নেওয়ার পরামর্শ শ্রীকান্তের।

এক্স হ্যান্ডেলে শ্রীকান্ত লিখেছেন, ‘সিএসকে খুব খারাপ ভাবে হেরেছে। সবচেয়ে খারাপ ম্যাচগুলোর মধ্যে এটা একটা। পাওয়ার প্লে-তে ওদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন টেস্ট ম্যাচের প্র্যাক্টিসে নেমেছে। মনে হচ্ছে যেন পুরো দলটা নস্ট্যালজিয়াতেই রয়েছে।’

ঋতুরাজের ছিটকে যাওয়ায় চেন্নাইয়ের ব্যাটিং ইউনিট সমস্য়ায় পড়েছে। টপ এবং মিডল অর্ডার সমস্যায় রয়েছেই। বড় ওপেনিং জুটি তৈরি করতে পারছে না সিএসকে। এই সময়ে চেন্নাইকে একদমই নতুন কিছু করার পরামর্শ শ্রীকান্তের। খুব দ্রুত গায়কোয়াডের পরিবর্ত খোঁজার কথাও বলেছেন তিনি। তাঁর কথায়, ‘একদমই নতুন কিছু ভাবার সময় চলে এসেছে। এই রকম একটা সময়ে পৃথ্বী শ এর মতো অবিক্রিত প্লেয়ারকে সুযোগ দিয়ে দেখতে পারে ওরা। এই চেষ্টাটা কি ওরা করবে?’

ঋতুরাজের জায়গায় তাঁর পরিবর্ত হিসেবে নেমে রাহুল ত্রিপাঠী বিশেষ কিছু করতে পারেননি। পৃথ্বী শ-কে এর আগে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুরন্ত ব্যাটিং করতে দেখা গিয়েছে। পরিসংখ্যান বলছে পৃথ্বীর মোট রানের ৭১ শতাংশ রান এসেছে পাওয়ার প্লে থেকে। চেন্নাই যদি পৃথ্বীকে নেয়, তা হলে ওপেনিংয়ের সমস্যাও মিটতে পারে।