KKR, IPL 2025: কী ফালতু ব্যাটিং… শ্রেয়সের সামনে এ কী বললেন নাইট নেতা রাহানে!
PBKS vs KKR, IPL 2025: আইপিএলে অল্প রানের পুঁজি নিয়ে কেকেআরের বিরুদ্ধে বোলিংয়ে নেমে বাজিমাত পঞ্জাবের। লজ্জাজনকভাবে ম্যাচ হারার পর নাইট অধিনায়কের মুখে দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে স্বীকারোক্তি।

কলকাতা: অবিশ্বাস্য ম্যাচ। অবিশ্বাস্য জয়। এমনটা সম্ভব আইপিএলেই (IPL)। পঞ্জাব কিংস গড়ল ইতিহাস। আইপিএলে অল্প রানের পুঁজি নিয়ে কেকেআরের বিরুদ্ধে বোলিংয়ে নেমে বাজিমাত পঞ্জাবের। লজ্জাজনকভাবে ম্যাচ হারার পর নাইট অধিনায়কের মুখে দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে স্বীকারোক্তি। ম্যাচে শেষে দুই দলের সৌজন্য বিনিময়ের সময়, নাইট রাইডার্সে ক্যাপ্টেন রাহানে তো বিপক্ষ টিমের অধিনায়ক শ্রেয়সকে বলেই দেন, ‘কী ফালতু ব্যাটিং…।’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
মুল্লানপুরে পঞ্জাব-কেকেআর ম্যাচের শেষে এক্সে রাহানে-শ্রেয়সের যে ভিডিয়ো ছড়িয়েছে, তাতে দেখা গিয়েছে দুই দলের ক্রিকেটাররা যখন হাত মেলানোর জন্য এগিয়ে আসছিলেন, সেই সময় শ্রেয়সকে সামনে পেয়ে রাহানে বলেন, ‘আমরা কী ফালতু ব্যাটিং করলাম।’
এই খবরটিও পড়ুন




Was watching the #PBKSvKKR game and caught this funny bit as Shreyas and Rahane shook hands at the end. In a self-deprecating way Rahane appears to be saying to Shreyas in Marathi : काय फालतू बॅटिंग केली ना आम्ही (We played terrible, didn’t we) 😂😂 pic.twitter.com/bNkC7TXGbU
— निखिल घाणेकर (Nikhil Ghanekar) (@NGhanekar) April 15, 2025
পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের বোলাররা অসাধারণ বোলিং করেছিলেন। ১১১ রানে অলআউট হয় প্রীতি জিন্টার দল। তবে নাইট বোলারদের সব পরিশ্রমে জল ঢেলে দেন কেকেআরের ব্যাটাররা। এত কম রান তাড়া করতে নেমেও হার রিঙ্কুদের। দলের তরুণ তুর্কি অংকৃশ রঘুবংশী কিছুটা চেষ্টা করলেও ১১২ রানের টার্গেট তাড়া করে জিততে পারেনি কেকেআর।
পঞ্জাবের বোলিং ভেলকিতে ছারখার নাইটরা। অভিজ্ঞ স্পিনার যুজবেন্দ্র চাহাল অনবদ্য পারফর্ম করেন। এই ম্য়াচে রাহানের আউট নিয়ে হয়েছে বির্তক। রাহানের আউট হওয়াকে অনেকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন। যুজবেন্দ্র চাহালকে সুইপ মারতে গিয়ে কেকেআর অধিনায়ক এলবিডব্লিউ হন। যদিও বল রাহানের পিছনের পায়ে লাগার সঙ্গে সঙ্গে আম্পায়ার আঙুল তুলে আউট দেন। কিন্তু পরে জানা যায় যে বলটি বাইরের দিকে যাচ্ছিল। তাই রাহানে যদি রিভিউ নিতেন তা হলে মাঠ ছাড়তে হত না। ম্যাচের ফলও হয়তো অন্য কিছু হতো।





