Liam Livingstone IPL Auction 2025: ৯ কোটি ছুঁইছুঁই লিয়াম, বিরাটের আরসিবিতে সম্পদ হতে পারবেন লিভিংস্টোন?
Liam Livingstone Auction Price: আইপিএলে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে পঞ্জাব কিংসে সুযোগ পাওয়া। ২০২২ মরসুমে ১৪ ম্যাচে ৪৩৭ রান করেছিলেন। গত মরসুমে টিম কম্বিনেশন এবং চোটের কারণে কয়েক ম্যাচ মিস করেছিলেন। পঞ্জাব রিটেন করেনি তাঁকে। নিলামে বিরাটের দল কিনল তাঁকে। এ বার দেখার আরসিবিতে তিনি সম্পদ হতে পারেন কিনা।
পঞ্জাব কিংসে পালাবদল হয়েছে। নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন রিকি পন্টিং। কোচিং টিমে আরও বদল হয়েছে। সে কারণেই মাত্র দু-জন প্লেয়ারকে রিটেন করেছিল তারা। অকশনে সবচেয়ে বড় পার্স নিয়ে নেমেছে পঞ্জাব কিংস। লিয়াম লিভিংস্টোন আইপিএলে এখনও অবধি ৩৯ ম্যাচ খেলেছেন। রয়েছে আধডজন হাফসেঞ্চুরি। স্ট্রাইকরেট প্রায় ১৬৩।
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতেই খেলার অভিজ্ঞতা রয়েছে লিয়াম লিভিংস্টোনের। তবে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছে কার না থাকে! লিয়াম লিভিংস্টোনের সেই ইচ্ছে পূরণ হয়েছিল ২০১৯ সালে। সুযোগ পেয়েছিলেন রাজস্থান রয়্যালসে। তাঁকে ৭৫ লক্ষ টাকায় নিয়েছিল রাজস্থান। সে সময় রাজস্থান রয়্যালস টিমে বেন স্টোকস, বাটলার, জোফ্রা আর্চারের মতো ইংল্যান্ড ক্রিকেটাররাও ছিলেন। আইপিএলেও সতীর্থ। প্রথম বার অর্থাৎ ২০১৯ সালের আইপিএলে মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন লিয়াম লিভিংস্টোন।
আইপিএলে তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতে পারে পঞ্জাব কিংসে সুযোগ পাওয়া। ২০২২ মরসুমে ১৪ ম্যাচে ৪৩৭ রান করেছিলেন। গত মরসুমে টিম কম্বিনেশন এবং চোটের কারণে কয়েক ম্যাচ মিস করেছিলেন। ব্যাটিং তাঁর মূল ভূমিকা হলেও পার্ট টাইম স্পিনে কার্যকরী। লেগ স্পিন, অফস্পিন দুটোই পারেন। এ বার পঞ্জাব কিংস মাত্র দু-জন আনক্যাপড প্লেয়ার রিটেন করায় জায়গা হয়নি কারও। পঞ্জাব ঢেলে দল সাজাতে চাইছিল। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর যা অভিজ্ঞতা, যে কোনও টিমেরই সম্পদ।
লিয়াম লিভিংস্টোনের জন্য নিলামে আরসিবি প্রথম বিড করে। এরপর হায়দরাবাদের এন্ট্রি হয় সেখানে। আরসিবি ও হায়দরাবাদ বিড করতে করতে এর মাঝে দিল্লির প্রবেশ করে। শুরু হয় আরসিবি বনাম দিল্লির লড়াই। ৬.৭৫ কোটি দর ওঠার পর দান ছেড়ে দেয় দিল্লি। চেন্নাই সুপার কিংস ঢুকে পড়ে লিয়ামকে নিয়ে বিডিংয়ে। আরসিবি দ্রুত ৮.২৫ কোটি বিড করে। চেন্নাই এরপর ভাবনাচিন্তা করে সরে দাঁড়ায়। পঞ্জাবকে স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয় লিভিংস্টোনের জন্য আরটিএম ব্য়বহার করবে কিনা। প্রীতির দল তেমনটা চায়নি। যার ফবে শেষ অবধি ৮.৭৫ কোটিতে আরসিবিতে গেলেন লিয়াম লিভিংস্টোন।