IPL 2025 Mega Auction: বাংলা থেকে IPL মেগা নিলামে ১৩, ভবিষ্যৎ হতে পারেন যাঁরা…

Nov 23, 2024 | 6:00 PM

Bengal Cricketer in IPL Auction: বাংলা থেকে মেগা নিলামে ভাগ্যপরীক্ষা হবে ১৩ জন ক্রিকেটারের। যেখানে রয়েছেন মহম্মদ সামি থেকে শুরু করে মুকেশ কুমার, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। এক ঝলকে এই প্রতিবেদনে জেনে নিন এই মেগা নিলামে টিম পেলে বাংলার যে ক্রিকেটাররা ভবিষ্যৎ হতে পারেন।

IPL 2025 Mega Auction: বাংলা থেকে IPL মেগা নিলামে ১৩, ভবিষ্যৎ হতে পারেন যাঁরা...
IPL 2025 Mega Auction: বাংলা থেকে IPL মেগা নিলামে ১৩, ভবিষ্যৎ হতে পারেন যাঁরা...
Image Credit source: BCCI

Follow Us

কলকাতা: সুদূর সৌদি আরবের জেড্ডায় দুই দিন ধরে হতে চলেছে আইপিএলের মেগা নিলাম (IPL 2025 Mega Auction)। ২৪ ও ২৫ নভেম্বর মোট ৫৭৪ জন ক্রিকেটারের ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যেখানে ৩৬৬ জন ভারতীয় এবং ২০৮ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েটেড নেশনের ৩ ক্রিকেটার। এই মেগা নিলামে উঠবেন ৩১৮ জন আনক্যাপড ভারতীয় ও ১২ জন আনক্যাপড বিদেশি ক্রিকেটার। বাংলা থেকে মেগা নিলামে ভাগ্যপরীক্ষা হবে ১৩ জন ক্রিকেটারের। যেখানে রয়েছেন মহম্মদ সামি থেকে শুরু করে মুকেশ কুমার, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। এক ঝলকে এই প্রতিবেদনে জেনে নিন এই মেগা নিলামে টিম পেলে বাংলার যে ক্রিকেটাররা ভবিষ্যৎ হতে পারেন।

বাংলা থেকে আইপিএলের মেগা নিলামে যাঁরা:

  1. প্রথমেই বলতে হয় মহম্মদ সামির নাম। তাঁকে নিয়ে নিলাম টেবলে যে কাড়াকাড়ি হবে, তা ভালোই জানেন সকল ক্রিকেট প্রেমীরা। শেষ আইপিএলে তিনি গুজরাট টাইটান্সে খেলেছিলেন।
  2. আকাশ দীপ হলেন বাংলার অপর ক্রিকেটার, যাঁকে বিরাট কোহলির টিম নিলাম থেকে দলে ফেরাতে চাইবে। আরটিএম দিয়ে আরসিবি আকাশ দীপকে টিমে ফেরালে অবাক হওয়ার থাকবে না।
  3. এরপরই আসছেন বাংলার পেসার মুকেশ কুমার। তাঁকে ফের পঁচিশের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখা যেতে পারে। তাঁকে দিল্লি রিটেন করেনি ঠিকই, কিন্তু আরটিএম ব্যবহার করে দলে ফেরাতে পারে।
  4. বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে টিমে টানার জন্য ঝাঁপাতে পারে চব্বিশের আইপিএলের রানার্স সানরাইজার্স হায়দরাবাদ। গত আইপিএলে অরেঞ্জ আর্মিকে ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন। এ বার দেখার নিলামে কত দর পান তিনি।
  5. অতীতে আইপিএলে একটাই ম্যাচ খেলেছেন ঈশান পোড়েল। পঞ্জাব কিংসের জার্সিতে ২০২১ সালে একটি ম্যাচ খেলেছিলেন তিনি। গত বার আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। এ বার দেখার তিনি টিম পান কিনা।
  6. বাংলার অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু তাঁর নামের পাশে লাল বলের ক্রিকেটার তকমা লেগে গিয়েছে। অতীতে বেশ কয়েকবার আইপিএল নিলামে নাম রেজিস্টার করেছেন তিনি। কিন্তু কোনও দল তাঁকে কেনার আগ্রহ দেখায়নি।
  7. বাংলার তারকা ক্রিকেটার সুদীপ কুমার ঘরামি এখনও আইপিএলে খেলেননি। গত আইপিএলের আগে কেকেআর ট্রায়ালে ডেকেছিল। কিন্তু শিকে ছেঁড়েনি। এ বার বেস প্রাইস রেখেছেন ৩০ লক্ষ। তাতে কোনও টিম তাঁকে নেয় কিনা, সেটাই দেখার।
  8. ৩২ বছর বয়সী ঋত্বিক চট্টোপাধ্যায়কে ২০২২ সালের নিলামে কিনেছিল পঞ্জাব কিংস। কিন্তু আইপিএল অভিষেক হয়নি তাঁর। এ বার নিলামে বেস প্রাইস তাঁর ৩০ লক্ষ।
  9. প্রয়াস রায় বর্মন আইপিএলে টিম পেলে ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন। হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির জার্সিতে এক ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। বাংলার হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলছেন। ঘষে মেজে নিজেকে তৈরি করেছেন। লেগস্পিনার হিসেবে হায়দরাবাদ মায়াঙ্ক মার্কণ্ডেয়র পাশাপাশি প্রয়াসকে নেওয়ার কথা ভাবতে পারে।
  10. দু’হাতে স্পিন বোলিং করতে পারেন কৌশিক মাইতি। নিলামে নাম রেজিস্টার করেছিলেন তিনি। তবে নাম ওঠেনি গত আইপিএলের নিলামে। ভবিষ্যতের জন্য যে কোনও টিম নিতে পারে তাঁকে। বেস প্রাইস তাঁর ৩০ লক্ষ টাকা। তাতে যদি কোনও টিম কিনতে পারে সব্যসাচী কৌশিককে তা হলে ভবিষ্যতে সেই দলের লাভ হতে পারে।
  11. এ ছাড়াও রমেশ প্রসাদ, রবি কুমার ও সৈয়দ ইরফান আফতাবরা আইপিএল মেগা নিলামে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু তাঁদের ভাগ্যে আইপিএল টিম জুটবে কিনা, তা সময়ই বলবে। আর এই উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ২৪ ও ২৫ নভেম্বর অবধি।

 

Next Article