
কলকাতা: লখনউয়ের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএলে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। সেই সুবাদে আইপিএলের (IPL) ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার বৈভব। আইপিএলে ডেবিউ ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকান বিহারের এই বাঁ-হাতি ব্যাটার। লখনউয়ের বিরুদ্ধে ২০ বলে ৩৪ রানের ইনিংস উপহার দেন। ১৪ বছর ২৩ দিনে আইপিএলে অভিষেক হয়েছে বৈভবের। তাতে তিনি ভেঙেছেন বাংলার এক ক্রিকেটারার পুরনো রেকর্ড। এক নজরে দেখে নিন আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষেককারী প্লেয়ার কারা।
আইপিএলের সর্বকনিষ্ঠ ক্রিকেটারদের তালিকা —
১) বৈভব সূর্যবংশী- আইপিএলে ডেবিউয়ের দিন তাঁর বয়স ১৪ বছর ২৩দিন। রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২০২৫ সালে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে অভিষেক হয়েছে বৈভবের।
২) প্রয়াস রায় বর্মন- আইপিএলে অভিষেকের দিন বয়স ১৬ বছর ১৫৭ দিন। আরসিবির জার্সি গায়ে সানরাইর্জাস হায়দরাবাদের বিপক্ষে ২০১৯ সালে অভিষেক হয় প্রয়াসের।
৩) মুজিব উর রহমান- বয়স ১৭ বছর ১১দিন বয়সে তাঁর আইপিএল অভিষেক হয়। এই আফগান প্লেয়ার পঞ্জাব কিংসের জার্সিতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ২০১৮ সালে প্রথম আইপিএলের ম্যাচ খেলেছিলেন।
৪) রিয়ান পরাগ- অসমের ক্রিকেটার রিয়ান ১৭ বছর ১৫২ দিন বয়সে প্রথম বার আইপিএলে খেলেন। রাজস্থানের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০১৯ সালে অভিষেক হয় তাঁর।
৫) প্রদীপ সাংওয়ান- ১৭বছর ১৭৯ দিন বয়সে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০০৮ সালে প্রদীপের অভিষেক হয়।
৬) সরফরাজ খান- ১৭ বছর ১৮২ দিন বয়সে আরসিবির হয়ে ২০১৫ সালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সরফরাজের।