IPL Auction 2022: মেগা নিলামের তালিকা প্রকাশ
মোট ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২২৮ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার। বাকি ৩৫৫ জন আনক্যাপড ক্রিকেটার। ৭ ক্রিকেটার অ্যাসোসিয়েট নেশনসের। দেবদত্ত পাড়িক্কল, দীপক চাহার, রবিন উথাপ্পা, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, ঈশান কিশানসহ আরও অনেক ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। বিদেশিদের মধ্যে মিচেল মার্শ, সাকিব আল হাসান, স্টিভ স্মিথ, জেসন রয়, ডোয়েন ব্র্যাভোসহ আরও বাকিরা রয়েছেন ২কোটি টাকার বেস প্রাইস লিস্টে।
মুম্বই: আইপিএল (IPL) মেগা নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ বোর্ডের (BCCI)। চলতি মাসের ১২ আর ১৩ তারিখ বেঙ্গালুরুতে হবে আইপিএলের মেগা নিলাম (IPL Auction)। এ বার আইপিএলে দলসংখ্যা বেড়ে হয়েছে ১০। লখনউ সুপারজায়ান্টস আর আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে খেলতে। ড্রাফটিংয়ের কাজ আগেই শেষ। এ বার নজর নিলামে। মেগা নিলামে এ বার ৫৯০ ক্রিকেটারের ভাগ্য চূড়ান্ত হবে। তার মধ্যে রয়েছে ৩৭০ জন ভারতীয়। বাকি ২২০ জন বিদেশি। মোট ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস ২কোটি টাকা। তার মধ্যে রয়েছেন ১৭ জন ভারতীয় ক্রিকেটার। ১০ মার্কি ক্রিকেটারের তালিকায় রয়েছে ৪ ভারতীয়। মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স আইয়ার আর শিখর ধাওয়ানকে রাখা হয়েছে মার্কি ক্রিকেটারের তালিকায়। বাকি ৬ ক্রিকেটার ফাফ ডুপ্লেসি, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, কুইন্টন ডি’কক, কাগিসো রাবাদা আর ট্রেন্ট বোল্ট। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি দল একজন করে মার্কি ক্রিকেটার নিতে পারবে।
মোট ৫৯০ ক্রিকেটারের মধ্যে ২২৮ জন জাতীয় দলে খেলা ক্রিকেটার। বাকি ৩৫৫ জন আনক্যাপড ক্রিকেটার। ৭ ক্রিকেটার অ্যাসোসিয়েট নেশনসের। দেবদত্ত পাড়িক্কল, দীপক চাহার, রবিন উথাপ্পা, উমেশ যাদব, হর্ষল প্যাটেল, ঈশান কিশানসহ আরও অনেক ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা। বিদেশিদের মধ্যে মিচেল মার্শ, সাকিব আল হাসান, স্টিভ স্মিথ, জেসন রয়, ডোয়েন ব্র্যাভোসহ আরও বাকিরা রয়েছেন ২কোটি টাকার বেস প্রাইস লিস্টে।
??? ????? ?? ??? ???? ??????? ??
A bidding war on the cards ?? ??
Here are the 1⃣0⃣ Marquee Players at the 2⃣0⃣2⃣2⃣ #IPLAuction ? pic.twitter.com/lOF1hBCp8o
— IndianPremierLeague (@IPL) February 1, 2022
মহম্মদ সামি, ঋদ্ধিমান সাহাসহ বাংলার ১৪ ক্রিকেটার আছেন নিলামের তালিকায়। ঋদ্ধিমান সাহার বেস প্রাইস ১ কোটি টাকা। উল্লেখযোগ্য, নিলামে রয়েছেন মনোজ তিওয়ারি। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। এছাড়া শাহবাজ আহমেদ রয়েছেন নিলামে। বাঁ-হাতি অলরাউন্ডারের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা। বাংলার বাকি ক্রিকেটাররা হলেন- আকাশদীপ, ঋত্বিক রায়চৌধুরী, সুদীপ চট্টোপাধ্যায়, শ্রীবত্স গোস্বামী, অভিমন্যু ঈশ্বরন, কাইফ আহমেদ, প্রয়াস রায়বর্মন, মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায় ও ঈশান পোড়েল। প্রত্যেকের বেস প্রাইস ২০ লক্ষ টাকা।
? NEWS ?: IPL 2022 Player Auction list announced
The Player Auction list is out with a total of 590 cricketers set to go under the hammer during the two-day mega auction which will take place in Bengaluru on February 12 and 13, 2022.
More Details ?https://t.co/z09GQJoJhW pic.twitter.com/02Miv7fdDJ
— IndianPremierLeague (@IPL) February 1, 2022
নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অস্ট্রেলিয়ার ক্রিকেটার। ৪৭ জন অজি ক্রিকেটার রয়েছেন নিলামে। এরপরই ওয়েস্ট ইন্ডিজ (৩৪ জন), দঃ আফ্রিকা (৩৩), ইংল্যান্ড (২৪), নিউজিল্যান্ড (২৪), শ্রীলঙ্কা (২৩), আফগানিস্তান (১৭), বাংলাদেশ (৫), আয়ারল্যান্ড (৫), নামিবিয়া (৩), স্কটল্যান্ড (২)। ১ জন করে ক্রিকেটার রয়েছেন জিম্বাবোয়ে, নেপাল ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।
আরও পড়ুন: Indian Cricket: ভেঙ্কটেশদের পাশে থাকার আর্জি গম্ভীরের