চলতি মরসুমে আইপিএল (IPL) শুরুর পর কেটে গিয়েছে একটা গোটা মাস। সবচেয়ে সফল তিনটি দল প্রত্যাশা অনুযায়ী এখনও খেলতে পারেনি। সময় যত এগোচ্ছে, দলগুলোর চাপ বাড়ছে, জেতার তাগিদ বাড়ছে। চার-ছয়ের ঝড় উঠছে। এই চার-ছয়ের ঝড়ের মধ্যেই কারও কারও মনে ঝড় তুলছেন স্বল্পবসনা সুন্দরীরা। শুধু চিয়ারলিডারই কেন, গ্যালারিতে মেলা বসে সিনেমার জগতের সুন্দরীদেরও। দর্শকরাও তাঁদের স্বপ্নকে চোখের সামনেই দেখতে পান।
রাশি রাশি ক্যামেরা তাক করে থাকে খেলোয়াড়দের। সবসময় বলকে তাড়া করে চলেছে ক্যামেরা। তার মাঝে মাঝে দর্শকদের রিয়্যাকশনও ক্যাপচার করা চলে। এই সময়ই ঘটে দুর্ঘটনা। ক্য়ামেরা আটকে যায়। নাহ, কোনও টেকনিক্যাল গ্লিচ নয়! আটকায় সুন্দরী ভক্তদের মুখে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা এতটাই ভাইরাল হয়ে যান যে রাতারাতি তাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়তে থাকে। আচ্ছা, এই মুখ বা নামগুলো মনে পড়ে কি?
চলতি মরসুমে ভাইরাল হয়ে উঠেছেন এমনই একজন তরুণী। নাম আর্যপ্রিয়া ভুইয়া। গুয়াহাটিতে চেন্নাইয়ের সঙ্গে রাজস্থানের ম্যাচে গ্যালারিতে ছিলেন আর্যপ্রিয়া। ধোনি আউট হওয়াতে খুব বিরক্ত হয়েছিলেন। এমন একটি রিয়্যাকশন দিয়ে ওঠেন, যা খুব ভাইরাল হয়। হাজারেরও কম ফলোয়ার থেকে রাতারাতি প্রায় আড়াই লক্ষ ফলোয়ার হয়ে যায় আর্যপ্রিয়ার।
চলুন ফিরে যাই ২০১৯ সালে। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর একটি ম্যাচে লাল পোশাকে উপস্থিত ছিলেন দীপিকা ঘোষ। তখনও অবশ্য নাম প্রকাশ্যে আসেনি। চিন্নাস্বামীর জায়ান্ট স্ক্রিন আর টিভির পর্দায় বারবার দেখানো হচ্ছিল তাঁকে। লাল অফ শোল্ডার পোশাক। খোঁজ পড়ে কে এই পরী! তাঁর রিঅ্যাকশন দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই অনেক নাম দেয়। আরসিবি গার্ল, মিস্ট্রি গার্ল। বিরাটের ফ্যান এই মেয়েটিকে বিরাটস ফ্যানগার্লও ডাকা হয়। পরে দেখা যায় মেয়েটি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর ফলোয়ার প্রায় ৪ লক্ষ।
শুধু গ্যালারি নিয়ে যদি কোনও প্রতিযোগিতা হয়! হয়তো জিতবে আরসিবির গ্যালারি। কিন্তু শত নতুন মুখের ভিড়েও চোখ টানবেন একজনই। পঞ্জাব কিংসের প্রিটি মালকিন প্রীতি জিন্টা। তবে পঞ্জাব ও চেন্নাইয়ের ম্যাচে ভাইরাল হন, চেন্নাইয়ের এক মহিলা সাপোর্টারও। নাম স্মৃতি তুলি। অম্বতি রায়ডুর একটি ছক্কা দেখে এমন এক রিঅ্যাকশন দেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন।
মাঠের জায়ান্ট স্ক্রিন কিংবা টেলিভিশনে ভাইরাল হয়ে ওঠেন অনেক সুন্দরীই। সকলের পরিচয় সামনে আসে না। কিন্তু অভিব্যক্তিগুলো দাগ কেটে যায়। ঘুম কেড়ে অনেকের। যেমন, ২০২০ সালে পঞ্জাব ও মুম্বই ম্যাচে রিয়ানা লালওয়ানি! ওই ম্যাচের সুপার ওভারে রিয়ানার রিঅ্যাকশন ভাইরাল হয়ে ওঠে। নতুন করে তাঁর নামকরণও হয়। ‘সুপার ওভার গার্ল’।
এ বারের আইপিএলে সাহিবা শেরনিও কিন্তু তালিকায় রয়েছেন। কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে ভাইরাল হয়ে ওঠেন। পরে এটি সামনে আসে, এই সাহিবা শেরনি ‘রোডিস’ নামে একটি পপুলার শো-এর একজন প্রতিযোগী। যতদিন খেলা থাকবে, একটা বড় অংশ হিসেবে থেকে যাবে গ্যালারির নানা মুহূর্ত।
চলতি মরসুমে আইপিএল (IPL) শুরুর পর কেটে গিয়েছে একটা গোটা মাস। সবচেয়ে সফল তিনটি দল প্রত্যাশা অনুযায়ী এখনও খেলতে পারেনি। সময় যত এগোচ্ছে, দলগুলোর চাপ বাড়ছে, জেতার তাগিদ বাড়ছে। চার-ছয়ের ঝড় উঠছে। এই চার-ছয়ের ঝড়ের মধ্যেই কারও কারও মনে ঝড় তুলছেন স্বল্পবসনা সুন্দরীরা। শুধু চিয়ারলিডারই কেন, গ্যালারিতে মেলা বসে সিনেমার জগতের সুন্দরীদেরও। দর্শকরাও তাঁদের স্বপ্নকে চোখের সামনেই দেখতে পান।
রাশি রাশি ক্যামেরা তাক করে থাকে খেলোয়াড়দের। সবসময় বলকে তাড়া করে চলেছে ক্যামেরা। তার মাঝে মাঝে দর্শকদের রিয়্যাকশনও ক্যাপচার করা চলে। এই সময়ই ঘটে দুর্ঘটনা। ক্য়ামেরা আটকে যায়। নাহ, কোনও টেকনিক্যাল গ্লিচ নয়! আটকায় সুন্দরী ভক্তদের মুখে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তারা এতটাই ভাইরাল হয়ে যান যে রাতারাতি তাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়তে থাকে। আচ্ছা, এই মুখ বা নামগুলো মনে পড়ে কি?
চলতি মরসুমে ভাইরাল হয়ে উঠেছেন এমনই একজন তরুণী। নাম আর্যপ্রিয়া ভুইয়া। গুয়াহাটিতে চেন্নাইয়ের সঙ্গে রাজস্থানের ম্যাচে গ্যালারিতে ছিলেন আর্যপ্রিয়া। ধোনি আউট হওয়াতে খুব বিরক্ত হয়েছিলেন। এমন একটি রিয়্যাকশন দিয়ে ওঠেন, যা খুব ভাইরাল হয়। হাজারেরও কম ফলোয়ার থেকে রাতারাতি প্রায় আড়াই লক্ষ ফলোয়ার হয়ে যায় আর্যপ্রিয়ার।
চলুন ফিরে যাই ২০১৯ সালে। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর একটি ম্যাচে লাল পোশাকে উপস্থিত ছিলেন দীপিকা ঘোষ। তখনও অবশ্য নাম প্রকাশ্যে আসেনি। চিন্নাস্বামীর জায়ান্ট স্ক্রিন আর টিভির পর্দায় বারবার দেখানো হচ্ছিল তাঁকে। লাল অফ শোল্ডার পোশাক। খোঁজ পড়ে কে এই পরী! তাঁর রিঅ্যাকশন দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই অনেক নাম দেয়। আরসিবি গার্ল, মিস্ট্রি গার্ল। বিরাটের ফ্যান এই মেয়েটিকে বিরাটস ফ্যানগার্লও ডাকা হয়। পরে দেখা যায় মেয়েটি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তাঁর ফলোয়ার প্রায় ৪ লক্ষ।
শুধু গ্যালারি নিয়ে যদি কোনও প্রতিযোগিতা হয়! হয়তো জিতবে আরসিবির গ্যালারি। কিন্তু শত নতুন মুখের ভিড়েও চোখ টানবেন একজনই। পঞ্জাব কিংসের প্রিটি মালকিন প্রীতি জিন্টা। তবে পঞ্জাব ও চেন্নাইয়ের ম্যাচে ভাইরাল হন, চেন্নাইয়ের এক মহিলা সাপোর্টারও। নাম স্মৃতি তুলি। অম্বতি রায়ডুর একটি ছক্কা দেখে এমন এক রিঅ্যাকশন দেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠেন।
মাঠের জায়ান্ট স্ক্রিন কিংবা টেলিভিশনে ভাইরাল হয়ে ওঠেন অনেক সুন্দরীই। সকলের পরিচয় সামনে আসে না। কিন্তু অভিব্যক্তিগুলো দাগ কেটে যায়। ঘুম কেড়ে অনেকের। যেমন, ২০২০ সালে পঞ্জাব ও মুম্বই ম্যাচে রিয়ানা লালওয়ানি! ওই ম্যাচের সুপার ওভারে রিয়ানার রিঅ্যাকশন ভাইরাল হয়ে ওঠে। নতুন করে তাঁর নামকরণও হয়। ‘সুপার ওভার গার্ল’।
এ বারের আইপিএলে সাহিবা শেরনিও কিন্তু তালিকায় রয়েছেন। কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে ভাইরাল হয়ে ওঠেন। পরে এটি সামনে আসে, এই সাহিবা শেরনি ‘রোডিস’ নামে একটি পপুলার শো-এর একজন প্রতিযোগী। যতদিন খেলা থাকবে, একটা বড় অংশ হিসেবে থেকে যাবে গ্যালারির নানা মুহূর্ত।