IPL 2025: আইপিএলে ‘নবজোয়ার’! সিনিয়রদের টেক্কা দিতে তৈরি ৫ তরুণ তুর্কি

Mar 16, 2025 | 12:37 PM

IPL: এই মুহূর্তে ১০ টিম শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন। সিনিয়র জুনিয়র মিলেমিশে একাকার হবে ফের এক বার। এ বারের আইপিএলে ৫ তরুণ তুর্কিকে দেখা যাবে অ্যাকশনে। রইল তাঁদের তালিকা।

IPL 2025: আইপিএলে নবজোয়ার! সিনিয়রদের টেক্কা দিতে তৈরি ৫ তরুণ তুর্কি
IPL 2025: আইপিএলে 'নবজোয়ার'! সিনিয়রদের টেক্কা দিতে তৈরি ৫ তরুণ তুর্কি
Image Credit source: X

Follow Us

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১৬ মার্চ। আর ঠিক ৬দিন পর শুরু হবে ১৮তম আইপিএল (IPL)। ১০ দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। মোট ৭৪টি ম্যাচ হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ২৫ মে। ভারতের ১৩টি শহরে এ বার অনুষ্ঠিত হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। এই মুহূর্তে ১০ টিম শেষ বেলার প্রস্তুতিতে মগ্ন। সিনিয়র জুনিয়র মিলেমিশে একাকার হবে ফের এক বার। এ বারের আইপিএলে ৫ তরুণ তুর্কিকে দেখা যাবে অ্যাকশনে। রইল তাঁদের তালিকা।

২০২৫ সালের আইপিএলের ৫ তরুণ ক্রিকেটার

১. বৈভব সূর্যবংশী – রাজস্থান রয়্যালস – ১৩ বছর ২৪৪ দিন*

২. সি আন্দ্রে সিদ্ধার্থ – চেন্নাই সুপার কিংস – ১৮ বছর ৯০ দিন*

৩. কোয়েনা মাপাখা – রাজস্থান রয়্যালস – ১৮ বছর ২৩২ দিন*

৪. স্বস্তিক চিকারা – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৯ বছর ২৩৯ দিন*

৫. মুশির খান – পঞ্জাব কিংস – ১৯ বছর ২৭২ দিন*

*আজকের দিন অবধি।

এ বারের আইপিএলের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তাঁকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনেছিল আইপিএলের মেগা নিলামে। অন্যদিকে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করতে দেখে চেন্নাই সুপার কিংস ১৮ বছর বয়সী আন্দ্রে সিদ্ধার্থকে ৩০ লক্ষ টাকায় কিনেছিল। উত্তরপ্রদেশ টি-২০ লিগে ভালো পারফর্ম করার সুবাদে স্বস্তিক চিকারা নজর কেড়েছিলেন। ৩০ লক্ষ টাকায় তাঁকে কেনে আরসিবি। প্রোটিয়া তরুণ কোয়েনা মাপাখাকে নিয়েছে রাজস্থান। বছর উনিশের মুশির খানকে পঞ্জাব কিংস ৩০ লক্ষ টাকায় মেগা নিলাম থেকে কিনেছে।