Olympics Cricket: বছর তিনেক বাকি, টি-২০ ফর্ম্যাটে হবে অলিম্পিকে ক্রিকেট; ম্যাচের ভেনু জানেন?

১২৮ বছর বাদে অলিম্পিকে ফিরছে ক্রিকেট ইভেন্ট। ২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। হাতে বাকি মাত্র তিন বছর। তার আগে এ বার ঘোষণা হল আগামী অলিম্পিকে ক্রিকেট ম্যাচের ভেন্যু।

Olympics Cricket: বছর তিনেক বাকি, টি-২০ ফর্ম্যাটে হবে অলিম্পিকে ক্রিকেট; ম্যাচের ভেনু জানেন?
Olympics Cricket: বছর তিনেক বাকি, টি-২০ ফর্ম্যাটে হবে অলিম্পিকে ক্রিকেট; ম্যাচের ভেনু জানেন?Image Credit source: Getty Images

Apr 16, 2025 | 3:52 PM

কলকাতা: অলিম্পিকে (Olympics) ফিরছে অনেকের জনপ্রিয় খেলা  ক্রিকেট। এ বিষয়ে কয়েকদিন আগেই সরকারি ভাবে ঘোষণা করেছে অলিম্পিক আয়োজক সংস্থা। ১২৮ বছর বাদে অলিম্পিকে ফিরছে ক্রিকেট ইভেন্ট। ২০২৮ সালে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হবে অলিম্পিক। হাতে বাকি মাত্র তিন বছর। তার আগে এ বার ঘোষণা হল আগামী অলিম্পিকে ক্রিকেট ম্যাচের ভেন্যু।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা ফেয়ারগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলি। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এই একই ফর্ম্যাটে আগে ২০১০, ২০১৪ এবং ২০২৩ সালে এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বার্মিংহামে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টি টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছিল।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, “২০২৮ সালে লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের ভেন্যু ঘোষণা হওয়াকে আমরা স্বাগত জানাই। কারণ দীর্ঘদিন পর অলিম্পিকে ক্রিকেট ফিরছে। তাই প্রস্তুতিতে কোনও খামতি থাকবে না।  যদিও ক্রিকেট একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। তবুও অলিম্পিকে তা হলে দর্শকদের কাছে একটি দারুণ ব্যাপার হবে। আইসিসির পক্ষ থেকে আমি LA28 এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতি তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাতে চাই। অলিম্পিক কমিটির এই উদ্যোগ সফল হোক, এই কামনাই করি।”

২০২৮ সালের অলিম্পিকে পুরুষ ও মহিলা দুই বিভাগেই ছয় করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ১৫ জন সদস্য থাকতে পারবে। কারণ এই সকল বিভাগের জন্য মোট ৯০ জন প্লেয়ারের কোটা বরাদ্দ করা হয়েছে।