IPL 2022: দিল্লিকে ৬ রানে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় লখনউ
এ বারের আইপিএলে সেরা ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। চলতি আইপিএলে ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। এ দিনও ৭৭ রানের ঝকঝকে ইনিংস আসে লখনউ অধিনায়কের ব্যাট থেকে। ৫১ বলে ৭৭ করেন রাহুল।

লখনউ সুপার জায়ান্টস ১৯৫/৩ (২০ ওভার) দিল্লি ক্যাপিটালস ১৮৯/৭ (২০ ওভার)
কৌস্তভ গঙ্গোপাধ্যায়
আইপিএলে (IPL 2022) প্রথম বার খেলতে নেমেই চমকে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৬ রানে হারিয়ে প্লে অফের দোরগোড়ায় লোকেশ রাহুলরা। খেলায় আগাগোড়া প্রাধান্য দেখিয়ে গেল লখনউ সুপার জায়ান্টস। কেকেআরকে হারিয়ে জয়ে ফিরলেও, লখনউয়ের কাছে হেরে প্লে অফের রাস্তা কঠিন করে তুলল দিল্লি। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমেই মারমুখী মেজাজে দেখা যায় লখনউ সুপার জায়ান্টসের ওপেনিং জুটি কুইন্টন ডি’কক আর লোকেশ রাহুল। ওয়াংখেড়ের ২২ গজ জুড়ে শুরু হয় লখনউয়ের ঝোড়ো ব্যাটিং। ওপেনিং জুটিতে ওঠে ৪২ রান। জুটিতে ভাঙন ধরান শার্দূল ঠাকুর। ব্যক্তিগত ২৩ রানে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ডি’কক। এরপর ক্রিজে আসেন দীপক হুডা। রাহুল-হুডা জুটি বড় রানের লক্ষ্যে দলকে এগিয়ে নিয়ে যান। ৩৪ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস দীপক হুডার। রাহুল-হুডা দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ৯৫ রান।
এ বারের আইপিএলে সেরা ফর্মে রয়েছেন লোকেশ রাহুল। চলতি আইপিএলে ইতিমধ্যেই দুটো সেঞ্চুরি করে ফেলেছেন। এ দিনও ৭৭ রানের ঝকঝকে ইনিংস আসে লখনউ অধিনায়কের ব্যাট থেকে। ৫১ বলে ৭৭ করেন রাহুল। শার্দূল ঠাকুরের বলে ললিত যাদব অনবদ্য ক্যাচ নিয়ে ফেরান রাহুলকে। তাঁর ইনিংসে সাজানো ৫টা ছয় আর ৪টে চার। ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৫ রান করে লখনউ সুপার জায়ান্টস।
রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। ব্যক্তিগত ৯ রানে দুষ্মন্ত চামিরার বলে ক্যাচ আউট হন পৃথ্বী শ। ৩ রানে মহসিন খানের বলে প্যাভিলিয়নে ফেরেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শ-ঋষভ পন্থ জুটি ক্রিজে এসেই দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন। ২০ বলে ৩৭ রানে আউট হন মিচেল মার্শ। রবি বিষ্ণোইয়ের বলে কট বিহাইন্ড আউট হন মার্শ। তবে কট বিহাইন্ড আউটের সময় মার্শের ব্যাটে বলই লাগেনি। যদিও কোনও রিভিউ চাননি দিল্লির ব্যাটার। ৩ রানে আউট হন ললিত যাদবও।
এরপর দিল্লির ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ঋষভ পন্থ-রভম্যান পাওয়েল জুটি। কিন্তু ওই ইনিংসে ভাঙন ধরান মহসিন খান। ব্যক্তিগত ৪৪ রানে মহসিনের বলে বোল্ড হন ঋষভ। চলতি আইপিএলে হাফ সেঞ্চুরি এখনও অধরা থাকল পন্থের। রভম্যান পাওয়েল একা লড়াই চালালেও, তা আর বেশিক্ষণ স্থায়ী হয়নি। মহসিন খানের বলে ক্রুণাল পান্ডিয়ার হাতে ক্যাচ আউট হন ক্যারিবিয়ান ব্যাটার। ৩৫ রান করেন পাওয়েল। শেষ দিকে কিছুটা লড়াই চালান অক্ষর প্যাটেল। হাড্ডাহাড্ডি জায়গায় ম্যাচ পৌঁছলেও নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থেকে ৬ রান দূরে থেমে যায় দিল্লির ইনিংস।





