LSG IPL 2025 Preview: সবচেয়ে দামি ক্যাপ্টেন, সুপার জায়ান্টসের পরিস্থিতি কেমন!
Lucknow Super Giants Best Playing XI: লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটির ফাইনাল দর দেয়। এরপর আর দিল্লি তাঁকে নেওয়ার কথা ভাবেনি। কারণ, একজন প্লেয়ারের জন্য এত টাকা খরচ করার মতো পরিস্থিতিতে ছিল না। লখনউ যে তাঁকে নেতৃত্ব দেবে, মেগা অকশন থেকেই পরিষ্কার ছিল। ঋষভ পন্থের কাছে এখন নতুন চ্যালেঞ্জ।

সবচেয়ে দামি প্লেয়ার। ক্যাপ্টেনও। লখনউ সুপার জায়ান্টসে এ বার আকর্ষণ ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসে ছিলেন। ক্যাপ্টেন্সিও করেছেন। কিন্তু এ বারের আইপিএলে তাঁকে রিটেন করেনি দিল্লি ক্যাপিটালস। সেই সময়ই দিল্লি টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়েছিল, মেগা অকশনে তাঁকে ফেরানো কঠিন। হয়েছেও তাই। আরটিএম কার্ডও ব্যবহার করে দিল্লি ক্যাপিটালস। কিন্তু লখনউ সুপার জায়ান্টস ২৭ কোটির ফাইনাল দর দেয়। এরপর আর দিল্লি তাঁকে নেওয়ার কথা ভাবেনি। কারণ, একজন প্লেয়ারের জন্য এত টাকা খরচ করার মতো পরিস্থিতিতে ছিল না। লখনউ যে তাঁকে নেতৃত্ব দেবে, মেগা অকশন থেকেই পরিষ্কার ছিল। ঋষভ পন্থের কাছে এখন নতুন চ্যালেঞ্জ।
লখনউ সুপার জায়ান্টস টিম শক্তিশালী, এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু মরসুম শুরুর আগেই চিন্তা। একাধিক পেসারের চোট রয়েছে। অন্যান্য বিভাগ নিয়ে অবশ্য সেই সমস্যা নেই। ২০২২ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক লখনউ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের নেতৃত্বে প্রথম দু-মরসুমেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল লখনউ। যদিও গত মরসুমে তিক্ত পরিস্থিতির মধ্যে কাটিয়েছে লখনউ। এ বার ঋষভ পন্থের নেতৃত্বে নতুন শুরুর অপেক্ষা।
ঋষভ পন্থের পাশাপাশি লখনউ টিমে নিকোলাস পুরান, ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটার রয়েছেন। তেমনই তরুণ ক্রিকেটার আয়ুষ বাদোনির কথাও ভুললে চলবে না। বিদেশিদের মধ্যে এইডেন মার্কব়্যাম, ম্যাথিউ ব্রিৎজকেও রয়েছেন। ঘরোয়া ব্যাটারদের মধ্যে আর্য জুয়েল, হিম্মত সিংয়ের মতো তরুণ। মিচেল মার্শ থাকলেও তিনি শুধু ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেয়েছেন। তবে অলরাউন্ডার হিসেবে রয়েছেন আব্দুল রহমান, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারকেকর, অর্শিন কুলকার্নি। একাধিক পেসারের চোট থাকলেও লখনউয়ের ভরসা হয়ে উঠতে পারেন বাংলার পেসার আকাশ দীপ।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





