Digvesh Rathi-Virat Kohli: বিরাটের বিরুদ্ধেও নোটবুক? সেলিব্রেশনের কারণ জানালেন দিগ্বেশ রাঠি

IPL 2025, Lucknow Super Giants: উইকেট নিয়েই নোটবুক সেলিব্রেশনে মাতেন। তাঁর সেলিব্রেশনের নেপথ্যে কোন কারণ? সেকথা খোলসা করেছেন। আরসিবির বিরুদ্ধে বা বলা ভালো, বিরাট কোহলির বিরুদ্ধেও কি এই সেলিব্রেশন দেখা যেতে পারে?

Digvesh Rathi-Virat Kohli: বিরাটের বিরুদ্ধেও নোটবুক? সেলিব্রেশনের কারণ জানালেন দিগ্বেশ রাঠি
Image Credit source: PTI FILE

May 26, 2025 | 8:50 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন দিগ্বেশ রাঠি। দিল্লির ছেলে। খেলেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। তাঁর পারফরম্যান্স প্রশংসনীয়। লখনউ সুপার জায়ান্টস প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। তবে তাদের টিমে এ বারের প্রাপ্তি দিগ্বেশ রাঠি। এই স্পিনার তাঁর পারফরম্যান্সের জন্য যত না আলোচনায়, অনেক বেশি কথা হচ্ছে সেলিব্রেশন নিয়ে। উইকেট নিয়েই নোটবুক সেলিব্রেশনে মাতেন। তাঁর সেলিব্রেশনের নেপথ্যে কোন কারণ? সেকথা খোলসা করেছেন। আরসিবির বিরুদ্ধে বা বলা ভালো, বিরাট কোহলির বিরুদ্ধেও কি এই সেলিব্রেশন দেখা যেতে পারে?

শুরুর দিকে তাঁকে শুধুমাত্র জরিমানা করা হয়েছে। যদিও সেই সেলিব্রেশন আটকায়নি। কলকাতার ইডেন গার্ডেন্সে এর অন্য ভার্সন দেখা গিয়েছিল। হাতে নোটবুক নয়, পিচে এই সেলিব্রেশন করেন। বারবার একই সেলিব্রেশনের জন্য জরিমানাতে ক্ষান্ত না হওয়ায় কড়া হয়েছে বোর্ড। সানরাইজার্স ম্যাচে অভিষেক শর্মাকে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন এবং কথা কাটাকাটিতে জড়ানোয় তাঁকে জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। কাল আরসিবির বিরুদ্ধে লিগ পর্বের শেষ ম্যাচ লখনউয়ের। ফিরছেন দিগ্বেশ রাঠি। সকলেরই প্রশ্ন, বিরাট কোহলির বিরুদ্ধে এই সেলিব্রেশনের সাহস দেখাবেন!

এই প্রশ্নের অন্যতম কারণ, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন এক পেসার কেসরিক উইলিয়ামস। তিনি একটা সময় বিরাট কোহলির বিরুদ্ধে নোটবুক সেলিব্রেশন করেছিলেন। কেসরিককে ব্যাট হাতে জবাব দিয়ে পাল্টা সেলিব্রেশন করেছিলেন বিরাট কোহলিও। এই ম্যাচে দিগ্বেশ সেলিব্রেশন করবেন কি না পরের প্রশ্ন। তাঁর এই সেলিব্রেশনের কারণ ব্যাখ্যা করলেন। তিনি জানিয়েছেন, যে কোনও টুর্নামেন্টেই খেলতে নামার আগে তাঁর কাছে একটি নোটবুক থাকে। আউট করা প্রত্যেক ক্রিকেটারের নাম লিখে রাখেন।