
কলকাতা: রাজস্থান রয়্যালসকে নির্ভরতা দিচ্ছেন নীতীশ রানা (Nitish Rana)। দীর্ঘ ৭ বছর বাদে কেকেআর (KKR) ছেড়ে এই বছর পাড়ি দিয়েছেন গোলাপি শহরে। নাইট রাইডার্সে থাকাকালীন শ্রেয়সের অনুপস্থিতিতে রানা দলের নেতৃত্বের দায়িত্ব পালন করেছিলেন। তাঁর মতো প্লেয়ার দলে থাকার পরও রাজস্থান রিয়ান পরাগকে (Riyan Parag) স্ট্যান্ড ইন ক্যাপ্টেন করেছিল। সেই সিদ্ধান্তকে সম্পূর্ণ সর্মথন করেছেন রানা। চোটের কারণে লিগের প্রথম তিন ম্যাচে অধিনায়কত্বের ভূমিকায় ছিলেন না সঞ্জু স্যামসন। দায়িত্বে ছিলেন অসমের পোস্টার বয় রিয়ান। রিয়ানের অধীনে প্রথম দুই ম্যাচে দলকে হারের মুখ দেখতে হলেও, সিএকের বিরুদ্ধে জেতে রয়্যালস। নীতীশ দলে থাকার পরেও রিয়ান পরাগকে ক্যাপ্টেন করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন রানা।
দিল্লি ম্যাচের আগে নীতীশের মুখে কেকেআরের প্রসঙ্গ। নাইটদের হয়ে সাফল্য পেয়েছেন। শিখেওছেন অনেককিছু। প্রাক্তন নাইট ক্রিকেটার বলেছেন, “কেকেআরের সঙ্গে আমার ৬-৭ বছরের সম্পর্ক ছিল। নাইটদের হয়ে ক্যাপ্টেন্সিও করেছি। তখন ওই টিমে অনেক সাহায্য পেয়েছিলেম। কারণ, আমি দলের পরিবেশ, রিজার্ভ বেঞ্চ, ড্রেসিংরুম সম্পর্কে আমার খুব ভালো ধারণা ছিল। তবে আমার মনে হয়, আমার থেকে রিয়ান এই রাজস্থান দলটাকে আরও ভালো করে চেনে। ওকেই শুরুর ম্যাচগুলোতে ক্যাপ্টেন করার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ম্যানেজমেন্ট।”
যদি তাঁকে নেতৃত্বের প্রস্তাব দিত রাজস্থান, সেটাও নিতেন তিনি। তাও স্পষ্ট করে দিয়েছেন নীতীশ। বলেছেন, “যদি টিম ম্যানেজমেন্টের তরফে আমাকে জিজ্ঞাসা করা হত, আমি অবশ্যই ক্যাপ্টেন্সি গ্রহণ করতাম। তবে দলের জন্য যেটা ঠিক, তাই-ই করেছে ম্যানেজমেন্ট। এবং আমি বলব, ওটাই একদম ঠিক সিদ্ধান্ত ছিল।”