Virat Kohli Retires: ‘সিংহ…, দৈত্য-দূত’ বিরাটের অবসরে যা বললেন গুরু গম্ভীর, রবি শাস্ত্রী

Gambhir-Shastri on Virat Kohli: অজি টিমের স্লেজিং 'দক্ষতা' নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু বিরাট কোহলিকে স্লেজিং! পিছু হঠেছিল অস্ট্রেলিয়াও। শ্রদ্ধা এবং ভয় থেকেই এমন সিদ্ধান্ত। বিরাটের অবসরে কী বলছেন গৌতম গম্ভীর ও রবি শাস্ত্রী?

Virat Kohli Retires: সিংহ..., দৈত্য-দূত বিরাটের অবসরে যা বললেন গুরু গম্ভীর, রবি শাস্ত্রী
Image Credit source: Stu Forster/Getty Images

May 12, 2025 | 4:15 PM

একজন প্রাক্তন কোচ, আর একজন বর্তমান। শেষ কয়েক বছরে বিরাট কোহলিকে যাঁরা খুব কাছ থেকে দেখেছেন। আগে বলতে হয় রবি শাস্ত্রীর কথা। ভারতীয় ক্রিকেটে কোচ রবি শাস্ত্রী এবং ক্যাপ্টেন বিরাট কোহলি জুটি বিধ্বংসী হয়ে উঠেছিল। দু-জনেই আগ্রাসী মানসিকতার। যাঁর ফল, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়। অজি টিমের স্লেজিং ‘দক্ষতা’ নিয়ে কারও কোনও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু বিরাট কোহলিকে স্লেজিং! পিছু হঠেছিল অস্ট্রেলিয়াও। শ্রদ্ধা এবং ভয় থেকেই এমন সিদ্ধান্ত। বিরাটের অবসরে কী বলছেন গৌতম গম্ভীর ও রবি শাস্ত্রী?

ভারতীয় ক্রিকেটে একটা আক্ষেপ দীর্ঘ সময় ছিল, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতলেও সিরিজ জিততে না পারা। সেটা পূরণ হয়েছিল রবি শাস্ত্রী-বিরাট কোহলি জুটিতেই। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজের আগে অস্ট্রেলিয়ার তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গার ড্রেসিংরুমে নিজের প্লেয়ারদের বলতে বাধ্য হয়েছিলেন, ‘মাঠে নেমে আর যাই করো, বিরাটকে স্লেজিং কোরো না। ও কিন্তু শেষ করে দেবে।’ হয়েছিল সেটাই। আর সে সময় ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

টেস্ট থেকে বিরাটের অবসরে রবি শাস্ত্রী লিখেছেন, ‘কিছুতেই বিশ্বাস করে উঠতে পারছি না, তুমি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছো। আধুনিক ক্রিকেটের দৈত্য, টেস্ট ক্রিকেটের দূত। ভারতীয় ক্রিকেটকে যে স্মৃতি এবং বিশেষ করে আমাকে যে উপহার দিয়েছো, এর জন্য ধন্যবাদ।’

রবি শাস্ত্রীর পর ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর। ঘরোয়া ক্রিকেট এবং দেশের জার্সিতে সতীর্থ হিসেবে বিরাটকে পেয়েছেন, প্লেয়ার হিসেবেও। বিরাটের অবসরে গুরু গৌতম গম্ভীর লিখেছেন, ‘সিংহের মতো প্য়াশনের একজন মানুষ। মিস করব চিকস (চিকু)।’