Shubman Gill: বিরাট কোহলির মতো হতে গিয়েই ডুবলেন শুভমন গিল! কিংবদন্তি যা বলছেন…

India vs England 4th Test: ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট সময় নষ্টের চেষ্টা করছিলেন। যাতে খুব বেশিক্ষণ খেলতে না হয় তাঁদের। দিনটা কাটিয়ে দিতে পারলেই হল। ভারত অধিনায়ক শুভমন গিল তাতেই প্রচণ্ড রেগে যান। জ্যাক ক্রলির সঙ্গে তর্কাতর্কি হয়।

Shubman Gill: বিরাট কোহলির মতো হতে গিয়েই ডুবলেন শুভমন গিল! কিংবদন্তি যা বলছেন...
Image Credit source: Visionhaus/Getty Images

Jul 18, 2025 | 4:31 PM

শুভমন গিলের মধ্যেও বিরাট কোহলির মতো অনফিল্ড আগ্রাসন রয়েছে? লর্ডস টেস্টের আগে হলে অনেকেই হয়তো বলতেন, একেবারেই না। কিন্তু লর্ডসে ভারত-ইংল্য়ান্ড তৃতীয় টেস্টে ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমনের মধ্যে সেই আগ্রাসনটাই দেখা গিয়েছিল। দিনের খেলার শেষ দিকে ইংল্যান্ডের দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট সময় নষ্টের চেষ্টা করছিলেন। যাতে খুব বেশিক্ষণ খেলতে না হয় তাঁদের। দিনটা কাটিয়ে দিতে পারলেই হল। ভারত অধিনায়ক শুভমন গিল তাতেই প্রচণ্ড রেগে যান। জ্যাক ক্রলির সঙ্গে তর্কাতর্কি হয়। বাকি সতীর্থরাও এগিয়ে এসেছিলেন। যা শুভমনের স্বভাববিরুদ্ধে বলেই মনে করেন কিংবদন্তি ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। বিরাট কোহলির মতো হতে গিয়েই কি ডুবেছেন শুভমন গিল?

দেশের বাইরে টেস্ট সিরিজ থাকলে প্রতিপক্ষ দলের কোচ, টিম ম্যানেজমেন্ট বিরাটকে নিয়ে আগেই প্লেয়ারদের সতর্ক করেন। অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্য়াঙ্গার যে ক্রিকেটারদের সতর্ক করেছিলেন, সেটা তিনি স্বীকারও করে নিয়েছিলেন। টিমের প্রতি ল্যাঙ্গারের পরিষ্কার বার্তা ছিল- আর যাঁকেই স্লেজিং করো, ভুলেও বিরাট কোহলির ব্য়াটিংয়ের সময় করতে যেও না। তাতে বিরাট আরও তেতে ভাবে, বিধ্বংসী ব্যাটিং করবে। সে কথাই যেন মনে করালেন সঞ্জয় মঞ্জরেকর।

ইএসপিনক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে সঞ্জয় মঞ্জরেকর বলেন, ‘এই ঘটনা যদি বিরাট কোহলির সঙ্গে হত, ব্যাটিংয়ের সময় আরও তেতে উঠতো এবং ব্যাটিংয়ে তার ইতিবাচক প্রভাব পড়ত। আমাকে যেটা হতাশ করেছে, যেটা নিয়ে ভাবছি, শুভমন গিল নেতৃত্বটা কোথায় দিচ্ছে? কারণ, ওই ঘটনা ওর ব্যাটিংয়ে কোনও ইতিবাচক প্রভাব ফেলছে না। বরং, ব্যাটিংয়ে ও আরও খারাপ পারফর্ম করছে।’

সঞ্জয় মঞ্জরেকর আরও যোগ করেন, ‘শুভমন যখন দ্বিতীয় ইনিংসে ব্য়াটিংয়ে এল, কী হতে চলেছে পরিষ্কার বোঝাই যাচ্ছিল। এখন স্টাম্প মাইকের সৌজন্যে অনেক কিছুই শোনা যায়। ব্যক্তিগত আক্রমণও করা হয়। শুভমন গিলের জন্য এগুলো নতুন হতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায়, বিদেশি টিমের প্লেয়াররা ভারতীয় ক্রিকেটারদের ব্যক্তিগত কিছু নিয়ে স্লেজিং করে না। শুভমন গিলের কাছে এটা নতুন জায়গা।’

সিরিজের প্রথম দুই টেস্টে সব মিলিয়ে ৪৩০ রান করেছিলেন শুভমন গিল। লর্ডসে প্রথম বার খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে করেন ১৬ রান। দ্বিতীয় ইনিংসে প্রত্য়াশা ছিল, ঘুরে দাঁড়াবেন। কিন্তু সেই আগ্রাসী মেজাজের পর ব্যাট হাতে ৬ রান। বিরাট কোহলির মতো হতে গিয়েই কি ফোকাস হারালেন? শুভমনকে নিয়ে সেই প্রশ্নই তুলছেন সঞ্জয় মঞ্জরেকর।