India vs South Africa: ভারতকে ‘বিগ ফাইট’ দেওয়ার চেষ্টা, যশস্বী-রাহুলের উইকেট তুলে প্রোটিয়াদের আশা জাগালেন জ্যানসেন
Eden Test, IND vs SA: ভেনু ইডেন গার্ডেন্স। সামনে প্রতিপক্ষ ভারত। পুঁজি ১২৪ এর মতো অল্প রান। গ্যালারিতে ঠাসা দর্শক। এমন সময় নার্ভাস হলে যে চলবে না, তা ভাল মতোই জানে প্রোটিয়া শিবির। যে কারণে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন দক্ষিণ আফ্রিকার বোলাররা।

কলকাতা: ভেনু ইডেন গার্ডেন্স। সামনে প্রতিপক্ষ ভারত। পুঁজি ১২৪ এর মতো অল্প রান। গ্যালারিতে ঠাসা দর্শক। এমন সময় নার্ভাস হলে যে চলবে না, তা ভাল মতোই জানে প্রোটিয়া শিবির। যে কারণে শুরু থেকেই আক্রমণ করতে থাকেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। প্রথম ওভারেই ওপেনার যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) ফিরিয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দেন মার্কো জ্যানসেন। এরপর তৃতীয় ওভারে মার্কোর শিকার লোকেশ রাহুল (KL Rahul)। ভারতকে একটা ‘বিগ ফাইট’ দেওয়ার চেষ্টা যে বাভুমার দল করবেই, তা বলার অপেক্ষা রাখে না।
মার্কো জোড়া ধাক্কা দেওয়ার পর লাঞ্চ বিরতি অবধি আর উইকেট হারায়নি ভারত। ক্রিজে ৪ রানে অপরাজিত ধ্রুব জুরেল। সঙ্গে তাঁর রয়েছেন ৫ রানে নট আউট ওয়াশিংটন সুন্দর। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ১০ রান তুলেছে গিলের দল। প্রথম সেশন সবে শেষ হয়েছে। এখনও দিনের ২টো সেশন বাকি। আর ভারতের হাতে রয়েছে ৮টি উইকেট। ফলে বাকি থাকা ১১৪ রান (টার্গেট ১২৪) কত দ্রুত ভারত তুলতে পারে, সেদিকেই আপাতত সকল ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর।
উল্লেখ্য, এই টেস্টে ভাল পারফর্ম করতে পারেননি যশস্বী জয়সওয়াল। প্রথম ইনিংসে ১২ রান করেন। আর দ্বিতীয় ইনিংসে তিনি ৪ বল খেলে শূন্যে ফেরেন। পরিসংখ্যান বলছে গত ৬ ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যশস্বী করেছেন যথাক্রমে ১৭, ৫, ০, ২৮, ১২ আর ০। এই ছয় ইনিংসের মধ্যে ৫ বার তাঁরে বাঁ হাতি সিমার আউট করেছেন। তার মধ্যে ৩ বার নান্দ্রে বার্গার আর ২ বার মার্কো জ্যানসেন।
প্রসঙ্গত, ইডেন টেস্টে ভারতের প্রথম ইনিংসে সর্বাধিক রান ৩৯ করেছিলেন লোকেশ রাহুল। আর তিনি দ্বিতীয় ইনিংসে ৬ বলে ১ রান করে মাঠ ছাড়েন।
