AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Punjab Kings, IPL 2023: পা ভেঙে আইপিএলে নেই বেয়ারস্টো, পরিবর্তে প্রীতির দলে বিগ ব্যাশে ঝড় তোলা ক্রিকেটার

জনি বেয়ারস্টোর পরিবর্তে পঞ্জাব কিংস দলে নিল অস্ট্রেলিয়া ম্যাথু শর্টকে। ম্যাথু বিগ ব্যাশ লিগের গত মরসুমে দারুণ পারফরম্যান্স করেছিলেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও স্বচ্ছন্দ তিনি।

Punjab Kings, IPL 2023: পা ভেঙে আইপিএলে নেই বেয়ারস্টো, পরিবর্তে প্রীতির দলে বিগ ব্যাশে ঝড় তোলা ক্রিকেটার
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Mar 26, 2023 | 5:37 PM
Share

কলকাতা: আইপিএল (IPL 2023) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল শুরুর আগেই চোট, আঘাত, বিদেশি ক্রিকেটারদের না পাওয়ার সমস্যা লেগেই রয়েছে। সেই তালিকায় অন্যতম পঞ্জাব কিংস। অনেক আগেই ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টোকে (Jonny Bairstow) পাওয়া নিয়ে সংশয় শুরু হয়েছিল পঞ্জাব দলের। শেষ পর্যন্ত জানা গিয়েছে আইপিএলের ১৬তম সংস্করণে খেলা হচ্ছে না বেয়ারস্টোর। মাঠে বল গড়ানোর আগেই প্রীতি জিন্টার দলের কাছে দুঃসংবাদের মতো ছিল এই খবর। যদিও তড়িঘড়ি ইংরেজ ব্যাটারের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিয়েছে পঞ্জাব শিবির (Punjab Kings)। বিগ ব্যাশ লিগে ব্যাটে-বলে ঝড় তোলা অলরাউন্ডারকে বেয়ারস্টোর পরিবর্তে দলে নিয়েছে পঞ্জাব কিংস। কে তিনি? বিস্তারিত রইল TV9 Banglaয়।

বেয়ারস্টোকে না পাওয়া পঞ্জাবের জন্য বড় ধাক্কা। গতবছর গলফ খেলতে গিয়ে পা ভেঙেছিলেন। অস্ত্রোপচারের পর এখনও বাইশ গজে ফেরা হয়নি তাঁর। চলতি বছরের ১৬ জুন থেকে শুরু হবে অ্যাসেজ সিরিজ। পুরোপুরি ফিট হয়ে সেই সিরিজে যাতে নামতে পারেন বেয়ারস্টো তাই তাঁকে ইসিবির পক্ষ থেকে আইপিএলে খেলার এনওসি দেওয়া হয়নি। জনি বেয়ারস্টোতে রিটেন করে রেখেছিল পঞ্জাব। অনিশ্চয়তায় ঝুলতে থাকা পঞ্জাব কিংস বিসিসিআইয়ের মাধ্যমে বেয়ারস্টোর খোঁজ রাখছিল। কিন্তু শেষ পর্যন্ত বিসিসিআইয়ের তরফে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দেওয়া হয় যে, আইপিএলের জন্য ইসিবি বেয়ারস্টোকে এনওসি দিতে রাজি নয়। বেয়ারস্টোর পরিবর্ত খোঁজার পরামর্শও দেয় বোর্ড। অ্যাসেজ ছাড়াও চলতি বছরে রয়েছে ওডিআই বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ক্রিকেট বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয়।

পরিবর্ত পেয়েও গিয়েছে পঞ্জাব। আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার ম্যাথু শর্টকে টিমে সামিল করেছে পঞ্জাব। ২৭ বছরের ম্যাথু ২০২২-২৩ বিগ ব্যাশ লিগ মরসুমটা দারুণ কেটেছে। বিবিএলে ম্যাথু শর্ট খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। পুরো মরসুমে ১৪৪ স্ট্রাইক রেটে ৪৫০ রান করেছেন তিনি। ম্যাথু ওপেনার ব্যাটার। একইসঙ্গে পার্টটাইম স্পিনার। তাই বোলিংয়েও বিকল্প পাবে পঞ্জাব কিংস। ১ এপ্রিল মোহালিতে কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে পঞ্জাব কিংস।