Mayank Agarwal, IPL 2023 Auction: ৮.২৫ কোটিতে অরেঞ্জ আর্মি কিনল মায়াঙ্ককে

Mayank Agarwal, Auction Price: সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল-২০২৩ মিনি নিলাম থেকে কিনে নিয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে।

Mayank Agarwal, IPL 2023 Auction: ৮.২৫ কোটিতে অরেঞ্জ আর্মি কিনল মায়াঙ্ককে
ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 23, 2022 | 3:15 PM

কোচি: আগামী বছরের আইপিএলের (IPL 2023) জন্য এখন থেকেই দল গুছিয়ে নিচ্ছে ১০ ফ্র্যাঞ্চাইজি। কোচিতে বসা আইপিএল-২০২৩ এর মিনি নিলামে (IPL 2023 Auction) মোট ১০ দল অংশ নিয়েছে। এ বারের নিলাম এক দিনের। আর এই মিনি নিলামের বড় বাজি রয়েছে যে ১০ ক্রিকেটারের ওপর, তাঁরা হল – মায়াঙ্ক আগরওয়াল, বেন স্টোকস, স্যাম কারান, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, অজিঙ্ক রাহানে, নিকোলাস পুরান, মনীশ পান্ডে, সাকিব আল হাসান ও রাইলি রোসোরা। এ বারের আইপিএলে নিলামে একাধিক টিমের টার্গেট ছিলেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। তাঁকে ৮.২৫ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে। আইপিএল-২০২২ এ মায়াঙ্ক খেলেছিলেন পঞ্জাব কিংসের জার্সিতে। মায়াঙ্কের বেস প্রাইস ছিল ১ কোটি। এখনও অবধি মোট ১১৩টি আইপিএলের ম্যাচে খেলে ২৩২৭ রান করেছেন মায়াঙ্ক।

কোচির নিলাম ঘরে তৃতীয় ক্রিকেটার হিসেবে ভাগ্য নির্ধারিত হল মায়াঙ্কের। এ বারের নিলামে মায়াঙ্ককে কেনার জন্য প্রথম বিড শুরু করে পঞ্জাব। তাদের সঙ্গে যোগ দেয় আরসিবি, সিএসকে এবং হায়দরাবাদ। এরপর মায়াঙ্ককে নেওয়ার জন্য লড়াই জমে ওঠে হায়দরাবাদ ও চেন্নাইয়ের মধ্যে। মায়াঙ্কের দর বাড়তে বাড়তে গিয়ে দাঁড়ায় ৮.২৫ কোটি।

২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন ভারতের তারকা ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। এর আগে তিনি আইপিএলে খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং পঞ্জাব কিংসের হয়ে। আইপিএলের ১৫তম সংস্করণে, প্রীতি জিন্টার পঞ্জাবের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক। ২০২১ সালে পঞ্জাবের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছিলেন মায়াঙ্ক। আইপিএল-২০২২ এর আগে মায়াঙ্ককে রিটেইন করে রেখেছিল পঞ্জাব। এ বারের নিলামের আগে তাঁকে ছেড়ে দেয় পঞ্জাব।

আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।