Bangla NewsSportsCricket news Mayank Yadav joins LSG team, he will undergo a fitness test before RR vs LSG IPL 2025 match
Mayank Yadav: পিঙ্ক আর্মির বিরুদ্ধে কামব্যাক মায়াঙ্ক যাদবের? অগ্নিপরীক্ষার সামনে রাজধানী এক্সপ্রেস
IPL 2025, LSG: এ বারের আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যে ৪টিতে জয় আর হার ৩টিতে। এই পরিস্থিতিতে লখনউ টিমে যোগ দিলেন তরুণ বোলার মায়াঙ্ক যাদব।
পিঙ্ক আর্মির বিরুদ্ধে কামব্যাক মায়াঙ্ক যাদবের? অগ্নিপরীক্ষার সামনে রাজধানী এক্সপ্রেসImage Credit source: X
কলকাতা: অবশেষে লখনউ সুপার জায়ান্টস টিমে যোগ দিলেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। বোর্ডের সেন্টার অন এক্সেলেন্সে দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তরুণ পেস সেনসেশন। সেখানে সবুজ সংকেত পাওয়ার পর মঙ্গলবার রাতে সুপার জায়ান্টসের টিম হোটেলে পৌঁছেছেন মায়াঙ্ক। সেই ভিডিয়ো লখনউয়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। শনিবার আইপিএলে (IPL) নিজেদের অ্যাওয়ে ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে খেলবে লখনউ। সেই ম্যাচেই কি ২২ গজে কামব্যাক হবে রাজধানী এক্সপ্রেসের?
লখনউ জার্সিতে এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলার আগে দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে দিতে হবে ফিটনেস টেস্ট। সেখানে পাশ করতে পারলেই পিঙ্ক আর্মির বিরুদ্ধে তাঁর কামব্যাক হবে। মায়াঙ্ক শেষ বার ২০২৪ সালের অক্টোবরে খেলেছিলেন। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে। তারপর থেকে পিঠের চোটের জন্য তিনি মাঠের বাইরে। রিহ্যাব পর্ব চলাকালীন মায়াঙ্ক আবার পায়ের আঙুলে চোট পান। তাই এতদিন তাঁর ক্রিকেটে ফেরা হয়নি।
বিসিসিআইয়ের মেডিকেল টিম মায়াঙ্ক যাদবকে সম্পূর্ণ ছাড়পত্র দিয়েছে। ২২ বছর বয়সী লখনউয়ের এই বোলার দলের হেড ফিজিও আশিস কৌশিক এ বার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করবেন মায়াঙ্ককে। গত দু’বছরে পাঁচ বার স্ট্রেস ফ্যাকচারের সমস্যায় পড়েছেন মায়াঙ্ক। ২০২৪ সালের আইপিএলে তিনি মাত্র ৪টি ম্যাচ খেলেছিলেন। এরপর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন। এ বার দেখার এই মরসুমে মায়াঙ্ক স্বমহিমায় ফেরেন কিনা।
এ বারের আইপিএলে এখনও অবধি ৭টি ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়ান্টস। তার মধ্যে ৪টিতে জয় আর হার ৩টিতে। এই পরিস্থিতিতে লখনউ টিমে যোগ দিলেন তরুণ বোলার মায়াঙ্ক যাদব।