
কলকাতা: মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) মধ্যে প্রতিভা রয়েছে। ক্রিকেট মহল তা বহুদিন আগেই বুঝেছে। তবে অত্যন্ত চোট প্রবণ মায়াঙ্ক। যে কারণে তাঁর কেরিয়ারে বড় সড় প্রশ্নচিহ্ন পড়ছে মাঝে মাঝেই। পিঠের চোট দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে মায়াঙ্ককে। এ বার যে কারণে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার দেখানো পথেই কার্যত হাঁটতে চলেছেন রাজধানী এক্সপ্রেস।
এ বারের আইপিএলে শুরু থেকে চোটের কারণে মায়াঙ্ককে পায়নি লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব কাটানোর পর আইপিএলের মাঝখানে লখনউ শিবিরে ফেরেন মায়াঙ্ক। এরপর মাত্র ২টো ম্যাচ খেলতে পেরেছিলেন। ফের তাঁকে কাবু করে চোট। ছাড়তে হয় আইপিএল। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিনের মধ্যে নিউজিল্যান্ড উড়ে যাচ্ছেন মায়াঙ্ক। সেখানে পিঠের চোট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন। প্রয়োজন পড়লে তারপর সার্জারি করাবেন।
ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরা এর আগে নিউজিল্যান্ডে গিয়ে নিজের পিঠের চোট সারাতে সার্জারি করিয়েছিলেন। এরপর যে সময় অস্ট্রেলিয়া সফরে গিয়ে বর্ডার গাভাসকর ট্রফির মাঠে বুমরা চোট পেয়েছিলেন, তখন তাঁর রিপোর্ট নিউজিল্যান্ডের কয়েকজন বিশেষজ্ঞকে পাঠানো হয়েছিল। ফলে কিউয়িদের দেশে গিয়ে হয়তো এ বার মায়াঙ্কের চোটের সুরাহা হতে পারে। উল্লেখ্য, আইপিএলে গত মরসুমে গতির ঝড় তুলে সকলের নজর কেড়েছিলেন মায়াঙ্ক। ১৫০ কিমি/ঘণ্টার বেশি গতিবেগে বল করে লাইমলাইটে এসেছিলেন দিল্লির ছেলে। তেইশ ছুঁই ছুঁই মায়াঙ্ক আইপিএলে ২টো মরসুমে ৯টি উইকেট নিয়েছেন। এ বার দেখার পুরোপুরি চোটমুক্ত হয়ে কখন ২২ গজে পুরোদমে খেলতে পারেন মায়াঙ্ক।