Vaibhav Suryavanshi: এক মরসুমেই শেষ হতে পারে কেরিয়ার! বৈভব সূর্যবংশীকে সতর্কবার্তা প্রাক্তনীর

RR, IPL 2025: চলতি আইপিএলে লখনউয়ের বিরুদ্ধে ডেবিউ ম্যাচে বৈভব সূর্যবংশী ৩৪ রানের ইনিংস উপহার দেন। এরপর আরসিবির বিরুদ্ধে করেন ১৬ রান।

Vaibhav Suryavanshi: এক মরসুমেই শেষ হতে পারে কেরিয়ার! বৈভব সূর্যবংশীকে সতর্কবার্তা প্রাক্তনীর
এক মরসুমেই শেষ হতে পারে কেরিয়ার! বৈভব সূর্যবংশীকে সতর্কবার্তা প্রাক্তনীরImage Credit source: BCCI

Apr 25, 2025 | 6:00 PM

কলকাতা: আইপিএলের (IPL) এক মরসুমের তারকা! এমনটা হতে বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) নিশ্চিতভাবে চাইবেন না। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে প্রথম বার খেলে শোরগোল ফেলেছেন। টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে বৈভবের। এখন থেকেই তাঁকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন দেশের এক প্রাক্তনী।

লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের অভিষেক ম্যাচে লম্বা ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেছিলেন বৈভব। সেই শুরু। এরপর ধীরে ধীরে তাঁকে বিস্ময় বালক বলা হচ্ছে। লখনউয়ের বিরুদ্ধে ৩৪ রানের ইনিংস উপহার দেন। এরপর আরসিবির বিরুদ্ধে করেন ১৬ রান। আলোচনার জোয়ারে বৈভবকে গা ভাসাতে নিষেধ করছেন বীরেন্দ্র সেওয়াগ।

ক্রিকবাজ়ে তিনি বলেছেন’ওর (বৈভবের) উদ্দেশ্য হওয়া উচিত যেন ও আগামী ২০ বছর অবধি আইপিএলে খেলে। ওর বিরাট কোহলিকে দেখা উচিত, ও ১৯ বছর বয়সে ওর আইপিএল অভিষেক হয়েছিল। আর আইপিএলের ১৮টা মরসুমেই অংশ নিয়েছে। যদি ওর এখনই মনে হয় যে এই আইপিএল থেকে খুশি, কম বয়সে কোটিপতিও হয়ে গিয়েছে, কম বয়সে অভিষেক হয়েছে, প্রথম বলেই ছয় মেরেছে, তা হলে এমনটা হতে পারে যে, পরের মরসুমে আর ওকে দেখা যাবে না।’

হঠাৎ বৈভবকে নিয়ে এ কথা কেন বলেছেন বীরু? বৈভবের মধ্যে বারুদ দেখতে পেয়েছেন বীরু। নিজের অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে যেন ক্রিকেট কেরিয়ারে বৈভবের বড় ক্ষতি না হয়, তাই আগে থেকেই সতর্ক বার্তা দিয়েছেন সেওয়াগ। তিনি বলেন, ‘আমি এমন অনেক ক্রিকেটার দেখেছি, যারা এক-দুটো ম্যাচে ভালো পারফর্ম করেছে। নজর কাড়ার পর আর কিছু করতে পারেনি।’