Cricket New Rule: আর দেখা যাবে না ‘বানি হপ’ ক্যাচ! আসছে নতুন নিয়ম
International Cricket News: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমেও এমন ক্যাচ দেখা গিয়েছে। উদাহরণ হিসেবে চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস এমনই একটা ক্যাচ নিয়েছিলেন। বল ধরে একাধিক বার বল হাওয়ায় ছুড়ে অবশেষে ক্যাচ নিয়েছিলেন।

ক্রিকেটে শুধু ব্যাটিং-বোলিং কিংবা চার-ছয়েই যে সমর্থকরা মুগ্ধ হন তা নয়। অনেক সময় দুর্দান্ত একটা রান আউট, স্টাম্পিংও ক্রিকেট প্রেমীদের মুগ্ধ করে। তেমনই অবিশ্বাস্য কিছু ক্যাচও। আর এই প্রসঙ্গে অবশ্যই উঠে আসে বাউন্ডারি লাইনের কিছু ক্যাচ। কিন্তু মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (MCC) নতুন নিয়ম কার্যকর করতে চলেছে। যা আইসিসির তরফেও জানানো হবে সরকারি ভাবে। কবে থেকে চালু হবে এই নিয়ম, তাও জানিয়ে দেওয়া হবে।
বানি হপ ক্যাচ। বাউন্ডারি লাইনে হামেশাই এমনটা দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও। অনেক সময়ই দেখা যায় ফিল্ডার ক্যাচ নিয়ে ভারসাম্য ধরে রাখতে পারেন না। বল হাওয়ায় ছুড়ে বাউন্ডারি পেরিয়ে যান। বলটাও হয়তো বাউন্ডারির বাইরেই হাওয়ায়। ফিল্ডার ফের লাফিয়ে বল ধরে আবারও ছুড়ে দেন হাওয়াতেই। এ বার হয়তো সেটা বাউন্ডারির ভেতরে এল। ফিল্ডারও বাউন্ডারির বাইরে থেকে ভেতরে এসে বল লুফে নিলেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এ মরসুমেও এমন ক্যাচ দেখা গিয়েছে। উদাহরণ হিসেবে চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ডিওয়াল্ড ব্রেভিস এমনই একটা ক্যাচ নিয়েছিলেন। বল ধরে একাধিক বার বল হাওয়ায় ছুড়ে অবশেষে ক্যাচ নিয়েছিলেন। ক্রিকেটে এই বানি হপ ক্যাচ আর দেখা গেলেও তাতে কোনও লাভ হবে না। আইসিসির তরফে ইতিমধ্য়েই সদস্য দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। প্লেয়িং কন্ডিশনে এ মাসেই তা যোগ করা হবে। অক্টোবর থেকে পুরোপুরি কার্যকর হবে এই নিয়ম।
এমসিসি যে নিয়ম আনতে চলেছে, ফিল্ডার যদি লাফিয়েও দ্বিতীয় বার বল ছোঁয়ার বাউন্ডারির বাইরে থাকেন, অর্থাৎ বলের সঙ্গে সেকেন্ড কন্ট্যাক্টের সময় বাউন্ডারির বাইরে থাকেন, সেটি আর ক্যাচ বলে গণ্য হবে না। সেটি বাউন্ডারিই দেওয়া হবে। বলের সঙ্গে সেকেন্ড কন্ট্যাক্টের সময় ফিল্ডারকে বাউন্ডারির ভেতরে থাকতে হবে। ফিল্ডার বাউন্ডারির ভেতরে থেকে বল ছুড়ে বেরিয়ে যান এবং ভেতরে এসে বলটি ধরেন, তাতে ক্যাচের ক্ষেত্রে কোনও সমস্যা নেই।
The MCC has changed the law to make catches like this ‘bunny hop’ one from Michael Neser illegal. In short:
If the fielder’s first touch takes them outside the boundary, their *second* touch must take them back inside the field of play.
Basically, you’re no longer allowed to… pic.twitter.com/1jaqAev0hy
— 7Cricket (@7Cricket) June 14, 2025
