
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অতি পরিচিত নাম সুনীল নারিন। এক যুগের বেশি সময় ধরে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অঙ্গ। গম্ভীরের সতীর্থ হিসেবে আইপিএলে ট্রফি জিতেছেন, তেমনই গম্ভীরের মেন্টরশিপেও। বছরের পর বছর চোখ ধাঁধানো পারফরম্যান্সও করে আসছেন। চলতি মরসুমেও নজর কাড়ছেন নারিন। সমর্থকদের একটাই আক্ষেপ, নারিনকে হাসতে দেখা যায় না!
সুনীল নারিনের সঙ্গে ভারতের কী কানেকশন? প্রথমটা অবশ্য়ই নামে। তাঁর নামকরণ হয়েছিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরের থেকেই। আরও একটা কানেকশন রয়েছে। সুনীল নারিনের প্রথম জীবনসঙ্গী। তিনি ভারতীয় বংশোদ্ভূত। প্রথম বলার কারণ, তাঁর সঙ্গে বিচ্ছেদও হয়ে গিয়েছে। তবে সুনীল নারিনের লাভ-লাইফ যেন তাঁর বোলিংয়ের মতোই মিস্ট্রি।
ব্যাট হাতে দুর্দান্ত একটা ইনিংস খেলুন আর বোলিংয়ে ব্রেক থ্রু দিন, নারিনের অভিব্যক্তি একই থাকে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিমও তৈরি হয়। এমনকি প্য়ারোডি ভিডিয়ো দেখা যায়। সুনীল নারিন এবং কেকেআরে তাঁর সাফল্য ব্যর্থতা সমর্থকদের কাছে অজানা নয়। বরং একটা নজর দেওয়া যাক, কেকেআর সমর্থকদের প্রিয় তারকার ব্যক্তিগত জীবনে।
সুনীল নারিনের প্রথম স্ত্রী নন্দিতা কুমার। ক্রিকেটের সঙ্গে সরাসরি তাঁর কোনও যোগাযোগ ছিল না। তবে ক্যারিবিয়ানে শাহরুখ খান যে জনপ্রিয়, এ আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তীকে ক্য়ারিবিয়ান প্রিমিয়ার লিগে টিমও কিনেছেন বলিউডের বাদশা। কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখের সঙ্গে ছবিও তুলেছেন নন্দিতা ও সুনীল নারিন। ভারতীয় বংশোদ্ভূত নন্দিতার সঙ্গে দীর্ঘ প্রেম পর্বের পর ২০১৩ সালে বিয়েও হয় নারিনের। কিন্তু বৈবাহিক জীবনে চিঁড় ধরে দ্রুতই। তাঁদের বিচ্ছেদ হয়। দু-জনেই আলাদা পথে। মত এবং মনের মিল না হলে, এগিয়ে যাওয়াই শ্রেয়।
নারিনের বর্তমান সঙ্গীনি অ্যাঞ্জেলিয়া সুচিত। ফ্যাশন ডিজাইনার। ত্রিনিদাদে তাঁর নিজস্ব ফ্যাশন কালেকশনও রয়েছে। অ্যাঞ্জেলিয়ার সঙ্গে সুনীল নারিনের বিয়ে ঠিক কবে হয়েছিল, তা অবশ্য ধোঁয়াশার। যদিও বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে। তাঁদের জীবন যে সুখেই কাটছে নানা পোস্টে অনুমান করা যায়। অ্যাঞ্জেলিয়ার এবং সন্তানের সঙ্গে সুনীল নারিন যেমন নানা ছবি পোস্ট করেন, তেমনই অ্যাঞ্জেলিয়াও। নানা অনুষ্ঠানের ছবি, তেমনই বেড়াতে যাওয়ারও। এই ছবিতে কিন্তু সবক্ষেত্রে সুনীল নারিনের মুখ গম্ভীর নয়। হাসি মুখের ছবিও রয়েছে!