MI vs RR, IPL 2023 : আইপিএলের মাইলস্টোন ম্যাচে যে রেকর্ডের সামনে সূর্য-অশ্বিনরা
IPL 2023: আজ রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ MI vs RR ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। যেমন- সূর্যকুমার যাদব রাজস্থানের বিরুদ্ধে আজ ৩টি রেকর্ড গড়তে পারেন।
মুম্বই : রবিবারের আইপিএল (IPL 2023) জমজমাট হতে চলেছে। দিনের প্রথম ম্যাচে হবে দুই কিংসের লড়াই। চিন্নাস্বামীতে আজ বিকেলে সাক্ষাৎ হবে মহেন্দ্র সিং ধোনির সিএসকে ও শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের। এরপর রবি-রাতে ওয়াংখেড়েতে আইপিএলের মাইলস্টোন ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (MI vs RR)। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বাড়ছে। কারণ, আইপিএলের ১০০০তম ম্যাচে একদিকে পাঁচবারের আইপিএল জয়ীরা, অন্যদিকে গত বারের রানার্সরা। এ বারের আইপিএলের ধারাবাহিক দল রাজস্থান নিজেদের শেষ ম্যাচে জিতেছিল। অন্যদিকে পরপর ২টো ম্যাচে হেরেছে রোহিতের দল। এ বার হারের হ্যাটট্রিক আটকানোর লক্ষ্যে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে নামবে মুম্বই। আজ আবার মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। তাই সূর্যকুমার যাদব-ঈশান কিষাণরা চাইবেন ক্যাপ্টনকে জয় উপহার দিতে। অন্যদিকে রাজস্থান চাইবে ২ পয়েন্ট তুলে নিয়ে লিগ টেবলের শীর্ষ স্থান ফিরে পেতে। এই ম্যাচে ২ দলের ক্রিকেটাররা বেশ কয়েকটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেগুলি জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
রবিবারের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ MI vs RR ম্যাচে দুই দলের যে ক্রিকেটাররা একাধিক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেগুলি হল —
১) সূর্যকুমার যাদব – আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সূর্যকুমার যাদব নিজের টি-২০ ক্রিকেট কেরিয়ারের ২৫০তম ম্যাচে নামতে চলেছেন। টি-২০ ক্রিকেটে ২৫০টি ছয়ের রেকর্ড থেকে ৩টি ছয় দূরে রয়েছেন স্কাই। আইপিএলে ৩০০টি চার পূর্ণ করতে সূর্যকুমারের চাই আর মাত্র ১টি চার।
২) তিলক ভার্মা – আইপিএলে ৫০টি চার থেকে ৪টি চার দূরে রয়েছেন মুম্বইয়ের তরুণ তুর্কি তিলক ভার্মা।
৩) জেসন বেহরেনডর্ফ – টি-২০ ক্রিকেটে ১৫০টি উইকেটের রেকর্ড পূর্ণ করতে হলে জেসন বেহরেনডর্ফের প্রয়োজন আর ৪টি উইকেট।
৪) জোফ্রা আর্চার – আইপিএলে ৫০তম উইকেট পূর্ণ করতে মুম্বই ইন্ডিয়ান্সের জোফ্রা আর্চারের প্রয়োজন আর ৩টি উইকেট।
৫) জস বাটলার – আইপিএলে ১৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৬টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার।
৬) রবিচন্দ্রন অশ্বিন – আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী হতে হলে রবিচন্দ্রন অশ্বিনের এখনও প্রয়োজন ৩টি উইকেট। এই তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন অমিত মিশ্র ও লাসিথ মালিঙ্গা। পাশাপাশি টি-২০ ক্রিকেটে ৩০০টি উইকেট পূর্ণ হওয়া থেকে ২ উইকেট দূরে রয়েছেন অশ্বিন।
৭) যশস্বী জসওয়াল – টি-২০ ক্রিকেটে ৫০টি ছয়ের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ২টি ছয় দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জসওয়াল।
৮) সঞ্জু স্যামসন – আইপিএলে ৩০০টি চারের রেকর্ড পূর্ণ হওয়া থেকে ৭টি চার দূরে রয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।