
কলকাতা: টেস্ট থেকে বিরাট কোহলির (Virat Kohli) হঠাৎ অবসর কতটা চাপে ফেলল ভারতকে? এই ইংল্যান্ড সফরেই বোঝা যাবে তা। গত এক দশক ধরে বিরাট অপরিহার্য সদস্য ছিলেন ভারতীয় দলের। যে কোনও পরিস্থিতিতে তিনি টিমকে ভরসা দিয়েছেন। গত অস্ট্রেলিয়া সফরেও করেছেন সেঞ্চুরি। কিন্তু এই বিরাটকে ইংল্যান্ড সফরে ‘মিস’ করার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না কেউ কেউ। কেন? কারণ ইংল্যান্ডে (England) তাঁর ব্যাটিং গড়। যা মাত্র ৩৩। ইংল্যান্ডের সুইং কন্ডিশনে সেভাবে সফল নন বিরাট। যে তুলে ধরে শুভমন গিলের নতুন ভারতে বিরাটকে তেমন আমল দিতে নারাজ ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন মাইকেল ভন।
ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে ভন বলেছেন, ইংল্যান্ডে ১৭টা টেস্ট খেলেছেন বিরাট। করেছেন মাত্র ১০৯৬ রান। দুটো সেঞ্চুরি ও পাঁচটা হাফসেঞ্চুরি করেছেন। গড় ৩৩। ভনের কথায়, ‘কোহলি কিংবদন্তি, এ নিয়ে কোনও সন্দেহ নেই। ও একটা সংস্কৃতি তৈরি করেছিল ভারতীয় দলে। ক্যাপ্টেন হিসেবে ও নিজের মতো করে আগ্রাসন আনতে পেরেছিল দলে। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না, ইংল্যান্ডে ওর ব্যাটিং গড় মাত্র ৩৩। যার এমন ৩৩ ব্যাটিং গড় থাকে, তা ব্যাপকভাবে মিস করার কোনও কারণ থাকতে পারে না। কিন্তু বিরাটকে ড্রেসিংরুমে মিস করতেই হবে।’
বিরাটের চার নম্বর জায়গায় এ বার থেকে পাকাপাকি ভাবে দেখা যাবে শুভমন গিলকে। যিনি নতুন ভারতীয় দলের নতুন নেতা। বিরাট, রোহিত, অশ্বিনরা অবসর নেওয়ার এই ভারত কার্যত তরুণ প্রজন্মের যুগ শুরু হতে চলেছে। টিমে সিনিয়র বলতে রবীন্দ্র জাডেজা, জসপ্রীত বুমরা ও লোকেশ রাহুল। ভন কিন্তু ভারতের এই নতুন জেনারেশনের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর মন্তব্য, ‘এই নতুন প্রজন্ম হয়তো অপেক্ষায় ছিল। হয়তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিল। এরা যদি দারুণ ক্রিকেট উপহার দেয়, আমি অন্তত অবাক হব না।’