IPL 2025: আইপিএল বিদেশে? ভারতীয় বোর্ডকে পরামর্শ প্রাক্তন ক্যাপ্টেনের

Indian Premier League: নতুন সূচি কী হবে, বোর্ডের তরফে পরিস্থিতি বিচার করে করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আইপিএল কি বিদেশে সরতে পারে? লিগ পর্বের ১৩টি ম্যাচ এবং প্লে-অফ, ফাইনাল বাকি। এই ম্যাচগুলি ইংল্যান্ডে করা হোক, এমনটাই পরামর্শ।

IPL 2025: আইপিএল বিদেশে? ভারতীয় বোর্ডকে পরামর্শ প্রাক্তন ক্যাপ্টেনের
Image Credit source: BCCI

May 09, 2025 | 9:50 PM

ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির জেরে পরিস্থিতি উত্তেজনার। দেশের নিরাপত্তার কারণে বিমান পরিষেবাও বন্ধ প্রচুর জায়গায়। লজিস্টিক্সও একটা সমস্যা। সমস্ত দিক বিবেচনা করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নতুন সূচি কী হবে, বোর্ডের তরফে পরিস্থিতি বিচার করে করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। আইপিএল কি বিদেশে সরতে পারে? লিগ পর্বের ১৩টি ম্যাচ এবং প্লে-অফ, ফাইনাল বাকি। এই ম্যাচগুলি ইংল্যান্ডে করা হোক, এমনটাই পরামর্শ এবং অনুরোধ ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনের।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর আগে বাইরে হয়েছে। ২০০৯ সালে ভারতে লোকসভা নির্বাচন থাকায় আইপিএলের সেই সংস্করণ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। কোভিডের পর আইপিএল ভারতে শুরু হয়েছিল জৈব সুরক্ষা বলয়ে। তাতেও কোভিড ধরা পড়ায় মাঝপথে স্থগিত করা হয় টুর্নামেন্ট। বাকি অংশ আয়োজিত হয়েছিল আরব আমির শাহিতে। দু-বার পরিস্থিতি ভিন্ন হওয়ায় দেশের বাইরে সরানো হয়েছিল আইপিএল। এ বার এখনই এমন কোনও সিদ্ধান্ত নেওয়া কঠিন। তার কারণ, হাতে গোনা কিছু ম্যাচের জন্য টুর্নামেন্ট বাইরে নিলে প্রয়োজনের তুলনায় বেশি খরচও হবে।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আইপিএল স্থগিতের পরই সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমি জানি না, তবে আইপিএলের বাকি ম্যাচগুলি যুক্তরাজ্যে করা সম্ভব কি না। আমাদের সমস্ত ভেনু প্রস্তুত রয়েছে। ভারতীয় ক্রিকেটাররা ইংল্যান্ডে থেকেও যেতে পারবেন। কারণ, এরপরই তো টেস্ট সিরিজ রয়েছে। এটা শুধুমাত্র আমার একটা ভাবনা।’ আইপিএল শেষেই পাঁচ ম্যাচের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তার আগে সেখানেই আইপিএলের বাকি ম্যাচ হলে ভারতীয় ক্রিকেটারদের সুবিধা হবে বলেই মনে করছেন মাইকেল ভন।