India vs England 2021: ইংল্যান্ড জিততেই মুখ খুলল ভনের
ভারতকে একাধিক পরামর্শ দেওয়ার পাশাপাশি জো রুট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অধিনায়ক। লিডসে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের সব থেকে সফল টেস্ট অধিনায়ক হয়েছেন জো রুট। ভনকে ছাপিয়েই এক নম্বরে উঠে এসেছেন তিনি।
লন্ডন: এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। ইংল্যান্ড ক্রিকেট টিম নিয়ে বড় বড় কথা বলেছিলেন প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan)। লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার জয় দেখে মুখ বন্ধ রেখেছিলেন। কিন্তু লিডসে ইংল্যান্ড সিরিজে সমতা ফেরাতেই আবার ভনের ঝুলি থেকে বেরিয়ে পড়ল মন্তব্যের ফুলঝুরি।
লর্ডস টেস্টে মহম্মদ সামির দুরন্ত ব্যাটিং ভারতের জয়ের ভীত তৈরি করেছিল। কিন্তু লিডসে ভারতীয় টেল এন্ডাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। এবার এটাকেই ইস্যু করছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর কথায়, ”লর্ডসে সামি-বুমরার ব্যাটিং ভারতীয় টেলকে সুরক্ষার মিথ্যে আশ্বাস দিয়েছিল। আট নম্বর থেকে ১১ নম্বরের মধ্যে চারজন ফাস্ট বোলার থাকতে পারে না।”
চতুর্থ টেস্টের আগে বিরাট কোহলিকে ভনের পরামর্শ আর অশ্বিনকে খেলাতে হবে। তিনি বলেছেন, ”আশ্বিনকে দলে আনতেই হবে। লর্ডসে ওকে ছাড়া পার পাওয়া গেছে। কিন্তু ৮ থেকে ১১ পর্যন্ত চারজন পেস বোলার থাকতে পারে না। অশ্বিনের পাঁচটা টেস্ট শতরান আছে। বোলার হিসেবে ৪০০ উইকেট আছে। আমি অবাক হব যদি বৃহস্পতিবার ভারতের টিম লিস্টে ওর নাম না দেখি।”
ভারতকে একাধিক পরামর্শ দেওয়ার পাশাপাশি জো রুট নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন অধিনায়ক। লিডসে ভারতকে হারিয়ে ইংল্যান্ডের সব থেকে সফল টেস্ট অধিনায়ক হয়েছেন জো রুট। ভনকে ছাপিয়েই এক নম্বরে উঠে এসেছেন তিনি। বর্তমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রাক্তনের পরামর্শ, ”এখন এসব নিয়ে ভাবার সময় নয়। এই সব পরিসংখ্যান খেলা ছাড়ার পর দেখাটাই ভাল।”
৫৫টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন জো রুট। জিতেছেন ২৭টি টেস্ট। একমাত্র অ্যাসেজ জিততে পারেননি তিনি। সেটাই এখন জো রুটের ফোকাসে থাকা উচিত। তারপর ভাবা যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে। মনে করেন মাইকেল ভন।
আরও পড়ুন: World Test Championship: তৃতীয় টেস্টে হেরে তিনে নেমে গেলেন কোহলিরা, শীর্ষে পাকিস্তান