Mitchell Starc: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিধ্বস্ত অজি শিবির, টুর্নামেন্ট থেকে সরলেন মিচেল স্টার্ক

ICC Champions Trophy 2025: ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরুর শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক। ফলে অজিরা মিনি বিশ্বকাপে তাদের সেরা পেস ত্রয়ীকে ছাড়াই নামবে।

Mitchell Starc: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিধ্বস্ত অজি শিবির, টুর্নামেন্ট থেকে সরলেন মিচেল স্টার্ক
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিধ্বস্ত অজি শিবির, টুর্নামেন্ট থেকে সরলেন মিচেল স্টার্কImage Credit source: PTI FILE

Feb 12, 2025 | 12:36 PM

কলকাতা: ক্যালেন্ডার বলছে আজ ১২ ফেব্রুয়ারি, বুধবার। আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। তার আগে অজি শিবির কার্যত বিধ্বস্ত। ইতিমধ্যেই প্যাট কামিন্স ও জস হ্যাজলউড টুর্নামেন্ট থেকে চোটের কারণ ছিটকে গিয়েছেন। এ বার শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক (Mitchell Starc)। ফলে অজিরা মিনি বিশ্বকাপে তাদের সেরা পেস ত্রয়ীকে ছাড়াই নামবে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে মিচেল স্টার্ক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়িয়েছেন। প্যাট কামিন্স ছিটকে যাওয়ার পর এটা প্রায় ঠিক ছিল যে স্টিভ স্মিথ দলকে নেতৃত্ব দেবেন। এ বার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সে খবরে সিলমোহর দেওয়া হয়েছে। এর আগে প্যাট কামিন্স গোড়ালির চোট, জস হ্যাজলউড হিপ ও অলরাউন্ডার মিচেল মার্শ পিঠের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। কয়েকদিন আগে আচমকা ওডিআই ফর্ম্যাট থেকে অবসর নেন মার্কাস স্টইনিস। ফলে অজি শিবিরে যে টালমাটাল পরিস্থিতি চলছে, তা বলার অপেক্ষা রাখে না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে মিচেল স্টার্কের অনুপস্থিতি নিয়ে বিস্তারিত সেভাবে বলা হয়নি। তবে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘মিচেল স্টার্কের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাচ্ছি। আন্তর্জাতিক ক্রিকেটে ওর দায়বদ্ধতা নিয়ে কোনও তুলনা চলে না। ও সব সময় অস্ট্রেলিয়া টিমের কথাই ভাবে। সমস্যা থাকার পরও এবং যন্ত্রণা নিয়েও অতীতে দেশের জার্সিতে ও খেলেছে। এমনকি অন্য দেশের লিগে খেলার সুযোগ থাকলেও ও দেশের হয়ে খেলাকেই বরাবর প্রাধান্য দিয়েছে। ওর সিদ্ধান্তকে তাই আমাদের সম্মান জানাতেই হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা যে নিঃসন্দেহে বড় ধাক্কা খেলাম তা বলার অপেক্ষা রাখে না। তবে বাকিদের কাছে এখন সুযোগ এসেছে নিজেদের দক্ষতা প্রমাণ করার।’

নিম্নে এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন প্লেয়ারদের নিয়ে নামবে অস্ট্রেলিয়া —