
ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ড দুই সিরিজেরই স্কোয়াড ঘোষণা করেছিল আগেই। এ বার অস্ট্রেলিয়াও স্কোয়াড ঘোষণা করল। দুই সিরিজেরই টিম বেছে নিয়েছে তারা। ওয়ান ডে ক্রিকেটে নেতৃত্বে দেবেন মিচেল মার্শই। তেমনই টিমে প্রত্যাবর্তন বাঁ হাতি তারকা পেসার মিচেল স্টার্কের। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সিরিজের কারণে মিচেল স্টার্কের ফেরা, এমনটাই মনে করা হচ্ছে। দেখে নেওয়া যাক, কেমন হল অজি স্কোয়াড।
দু-বছর পর অর্থাৎ ২০২৫ সালে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ। হিসেব করলে দু-বছরেরও কম সময়। ওয়ান ডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। স্বাভাবিক ভাবেই ট্রফি ধরে রাখায় নজর থাকবে তাদের। অন্য দিকে, গত বিশ্বকাপে সব ম্যাচ জিতে ফাইনালে গেলেও ট্রফি অধরা রয়েছে ভারতের। শুভমন গিলের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফর থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুই সিনিয়র ক্রিকেটারও রয়েছেন স্কোয়াডে। সে কারণেই ফেরানো হল মিচেল স্টার্ককে।
ওডিআই বিশ্বকাপ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। বাকি ফর্ম্যাটেও বেছে বেছে সিরিজ খেলছেন। ভারতের বিরুদ্ধে সিরিজে সেরা প্রস্তুতিই লক্ষ্য থাকবে স্টার্কের। সম্প্রতি প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এটাও অন্য কারণ স্টার্কের প্রত্যাবর্তনের।
ভারতের বিরুদ্ধে স্কোয়াডে চমকও থাকছে। প্রথম বার ওডিআইতে ডাক পেয়েছেন ম্যাট রেনশ, ম্যাট শর্ট এবং মিচেল আওয়েন। ১৫ জনের স্কোয়াডে বাদ পড়েছেন মার্নাস লাবুশেন। ১৯ অক্টোবর শুরু ওয়ান ডে সিরিজ। প্রথম ম্যাচ পারথে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর অ্যাডিলেড এবং সিডনিতে।
অস্ট্রেলিয়ার ওডিআই স্কোয়াড- মিচেল মার্শ (ক্যাপ্টেন), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়েরিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মিচেল আওয়েন, ম্যাট রেনশ, ম্যাট শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা