Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithali Raj: একচল্লিশেও এভারগ্রিন মিতালি রাজ, এখনও কেন বিয়ের পিঁড়িতে বসেননি?

Mithali Raj Happy Birthday: ২২ গজে ২৩ বছর ধরে নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি রাজ। অবশ্য এই কিংবদন্তির একসময় ক্রিকেটার হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। ছেলে বেলা থেকে নাচ করতে ভালোবাসতেন মিতালি। ভারতনাট্যমে তিনি পারদর্শীও। কিন্তু ক্রিকেট প্রীতি মিতালিকে টেনে এনেছিল ২২ গজে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য ধরা দিয়েছিল মিতালির মুঠোয়।

Mithali Raj: একচল্লিশেও এভারগ্রিন মিতালি রাজ, এখনও কেন বিয়ের পিঁড়িতে বসেননি?
একচল্লিশেও এভারগ্রিন মিতালি রাজ, এখনও কেন বিয়ের পিঁড়িতে বসেননি?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 6:06 PM

নয়াদিল্লি: বাইশ গজের রানি মিতালি রাজ (Mithali Raj) আজ পা দিলেন ৪১-এ। আর একচল্লিশেও এভারগ্রিন তিনি। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের (International Record) আঙিনায় পা রাখেন মিতালি। তারপর একাধিক রেকর্ড গড়েছেন তিনি। ২০২২ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারতের মহিলা দলের অধিনায়ক মিতালি। দেখতে দেখতে অবসর যাপন বেশ ভালোই করছেন মিতালি। বয়স তাঁর ৪১ হল, কিন্তু আজও সিঙ্গল তিনি? কেন এখনও বিয়ের পিঁড়িতে বসেননি মিতালি? তা নিয়ে তাঁর আপামর ভক্তদের মনে প্রশ্ন রয়েছে। অতীতে তিনি নিজেই জানিয়েছিলেন, কেন বিয়ে করেননি? সেই কারণ কি জানেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২২ গজে ২৩ বছর ধরে নিজেকে উজাড় করে দিয়েছেন মিতালি রাজ। অবশ্য এই কিংবদন্তির একসময় ক্রিকেটার হওয়ার কোনও পরিকল্পনা ছিল না। ছেলে বেলা থেকে নাচ করতে ভালোবাসতেন মিতালি। ভারতনাট্যমে তিনি পারদর্শীও। কিন্তু ক্রিকেট প্রীতি মিতালিকে টেনে এনেছিল ২২ গজে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক সাফল্য ধরা দিয়েছিল মিতালির মুঠোয়। ক্রিকেট নিবেদিত প্রাণ মিতালি ২২ গজকে যেভাবে আপন করে নিয়েছিলেন, তাতে আর ব্যক্তিগত জীবনকে সময় দেওয়ার কথা আলাদা করে ভাবেননি। যে কারণে এখনও বিয়ে করেননি তিনি।

অতীতে এক সাক্ষাৎকারে মিতালি রাজ জানিয়েছিলেন, তিনি কেন বিয়ে করেননি। তাঁর কথায়, ‘ছেলেবেলায় বিয়ে করার কথা আমার মাথাতেও এসেছিল। তবে আমি আজকাল বিবাহিত দম্পতিদের যা অবস্থা দেখি, তাতে আমার আর বিয়ে করতে ইচ্ছেই করে না।’

দেশের হয়ে ওডিআইতে ২৩২টি ম্যাচে ৭৮০৫ রান করেছেন মিতালি রাজ। টি-২০ এবং টেস্টে যথাক্রমে মিতালি ৮৯টি ও ১২টি ম্যাচে করেছেন ২৩৬৪ ও ৬৯৯ রান করেছেন। ওডিআইতে ৭টি শতরান এবং টেস্টে ১টি শতরানও করেছিলেন মিতালি। টেস্টে ৪টি, ওডিআইতে ৬৪টি ও টি-টোয়েন্টিতে ১৭টি হাফসেঞ্চুরি রয়েছে মিতালি রাজের নামে।