AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy: ভুবিতে বেসামাল বাংলা, একা লড়াই কাইফের

Bengal vs Uttar Pradesh: উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিন ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ কাইফ। আজ, শনিবার দলের প্রয়োজনে জ্বলে উঠল সামির ভাইয়ের ব্যাট। কানপুরে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয় বাংলা। ৯৫-৫ থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ১৫ রানের মধ্যে ৩টে উইকেট হারিয়ে ফেলে বাংলা। এরপর সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে নবম উইকেটে ৫২ রান যোগ করেন মহম্মদ কাইফ।

Ranji Trophy: ভুবিতে বেসামাল বাংলা, একা লড়াই কাইফের
Ranji Trophy: ভুবিতে বেসামাল বাংলা, একা লড়াই কাইফের
| Updated on: Jan 13, 2024 | 6:30 PM
Share

কলকাতা: বল হাতে যতটা উজ্জ্বল তিনি, ব্যাট হাতেও ততটাই পারদর্শী। এটাই প্রমাণ করলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ (Mohammad Kaif)। গ্রিন পার্কের গ্রিন টপ পিচে বাংলা-উত্তরপ্রদেশের রঞ্জি (Ranji Trophy) ম্যাচের দ্বিতীয় দিন শেষ। ২টো দিনেই যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন উত্তরপ্রদেশের ভুবনেশ্বর কুমার এবং বাংলার মহম্মদ কাইফ। প্রথম দিন মাত্র ২০.৫ ওভারে ৬০ রানে নীতীশ রানার দলকে গুটিয়ে দিয়েছিলেন মহম্মদ সামির ভাই-সহ বাংলার বোলাররা। প্রথম দিন সামির ভাইয়ের বোলিং মুগ্ধ করেছিল ক্রিকেট প্রেমীদের। সঙ্গে ছিল ভুবনেশ্বর কুমারের ম্যাজিক। দ্বিতীয় দিন দেখা গেল সামির ভাই মহম্মদ কাইফের অনবদ্য ব্যাটিং এবং ফের ভুবির দুরন্ত বোলিং।

উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচের প্রথম দিন ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ কাইফ। আজ, শনিবার দলের প্রয়োজনে জ্বলে উঠল সামির ভাইয়ের ব্যাট। কানপুরে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয় বাংলা। ৯৫-৫ থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ১৫ রানের মধ্যে ৩টে উইকেট হারিয়ে ফেলে বাংলা। এরপর সুরজ সিন্ধু জয়সওয়ালের সঙ্গে নবম উইকেটে ৫২ রান যোগ করেন মহম্মদ কাইফ। এবং বাংলাকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। শেষ অবধি মহম্মদ কাইফ ৭৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন। দাদা সামির মতো শেষের দিকে ব্যাট হাতে দুরন্ত ছন্দে দেখা যায় কাইফকে। তাঁর এই ইনিংস সাজানো রয়েছে ৪টি চার ও ২টি ছয় দিয়ে। সুরজ আউট হওয়ার পর ঈশান পোড়েলের সঙ্গে শেষবেলায় গুরুত্বপূর্ণ ২৬ রান যোগ করেন মহম্মদ কাইফ। বল হাতে প্রথম দিন ৫টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় দিন ভুবি তুলে নেন বাংলার আরও ৩টি উইকেট। সব মিলিয়ে ৮টি উইকেট নিয়ে থামেন ভুবনেশ্বর।

দ্বিতীয় দিন চা বিরতির পর শুরু হয় উত্তরপ্রদেশের দ্বিতীয় ইনিংস। ১২৮ রানের লিড ছিল বাংলার। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে উত্তরপ্রদেশের ওপেনিং জুটি তুলেছে ৪৬ রান। সমর্থ সিং ২১ রানে অপরাজিত রয়েছেন এবং অপর এক ওপেনার  আর্য জুয়েল ২০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে বাংলা যে রান তুলেছে তার থেকে এখনও ৮২ রানে পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ।