IND vs BAN: দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে ‘শূন্য’ করলেন সামি-হর্ষিত

ICC Champions Trophy 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু করল ভারত ও বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই বাংলাদেশকে ধাক্কা দিয়েছেন সামি-হর্ষিতরা।

IND vs BAN: দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে শূন্য করলেন সামি-হর্ষিত
দুবাইতে শুভ-শুরুয়াত ভারতের, সৌম্য-শান্তকে 'শূন্য' করলেন সামি-হর্ষিত Image Credit source: BCCI

Feb 20, 2025 | 5:08 PM

দুবাই: মেন ইন ব্লুর আজ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সফর শুরু হল। আর একেই বলে শুভারম্ভ। নিখুঁত লাইন, লেন্থে বল করে প্রথম ওভারেই মহম্মদ সামি (Mohammed Shami) ফেরালেন সৌম্য সরকারকে। বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিজে এসে সেট হওয়ার সুযোগই পেলেন না। তার মধ্যে স্কোরবোর্ড জ্বলজ্বল করতে লাগল ২-২ (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি বাংলাদেশের স্কোর এটি)। সামির পর ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন হর্ষিত রানা (Harshit Rana)। স্বাভাবিকভাবেই ইনিংসের শুরু এমন হওয়া মানে ভারতের বোলিং বিভাগ যথেষ্ট আত্মবিশ্বাস পাবে।

কেরিয়ারের প্রথম আইসিসি টুর্নামেন্ট খেলতে নেমেছেন তরুণ পেসার হর্ষিত রানা। ক্রিকেট বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পেসার জসপ্রীত বুমরা শেষ মুহূর্তে পুরো ফিট হতে পারেননি। যার ফলে হর্ষিত সুযোগ পেয়েছিলেন টিমে। স্কোয়াডে অর্শদীপ সিংয়ের মতো বোলার থাকার পরও হর্ষিতের উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। আর সেই আস্থার মান রাখার চেষ্টা করেছেন তরুণ বোলার হর্ষিত।

দুবাইতে সামি বোলিং ইনিংসের সূচনা করেন। প্রথম ওভারের শেষ বলেই সৌম্য সরকারের উইকেট তুলে নেন। শূন্যে ফেরেন তিনি। এরপর দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর উইকেট সাবাড় করেন হর্ষিত। শর্ট কভারে বিরাট কোহলির দারুণ ক্যাচ। শান্তও শূন্য হাতে ফেরেন। এ বার দেখার কত দ্রুত গতিতে ভারতের বোলাররা সব উইকেট সাবাড় করে ফেলেন।