Hasin Jahan: ‘ললিপপ লাগেলু’ নাচে ‘অকাল হোলি’ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের, হুঁশ উড়ল নেটিজ়েনদের

Mar 10, 2025 | 1:32 PM

Watch Video: চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে ব্যস্ত ছিলেন মহম্মদ সামি সেই সময় তাঁর প্রাক্তন স্ত্রী নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তাঁর ভিডিয়ো দিয়ে।

Hasin Jahan: ললিপপ লাগেলু নাচে অকাল হোলি সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের, হুঁশ উড়ল নেটিজ়েনদের
Hasin Jahan:'ললিপপ লাগেলু' নাচে অকাল হোলি সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের, হুঁশ উড়ল নেটিজ়েনদের
Image Credit source: Hasin Jahan Facebook

Follow Us

কলকাতা: হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি? হঠাৎ এই প্রশ্ন কেন? তার অবশ্য যথেষ্ট কারণ আছে। ফেসবুকে মহম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) এক ভিডিয়ো শেয়ার করেছেন। তারপর থেকে এই প্রশ্নটা অনেকেই করছেন। কারণ এ বছর হোলি পড়েছে ১৪ মার্চ। অথচ তার আগেই রং খেলায় মেতে উঠলেন হাসিন জাহান। এখানেই শেষ নয়। বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছে তার কারণ এক জনপ্রিয় ভোজপুরী গানের তালে নাচ করতে দেখা গিয়েছে সামির প্রাক্তন স্ত্রীকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

মহম্মদ সামির প্রাক্তন হাসিন জাহানের নাচ দেখে হুঁশ উড়ল নেটিজ়েনদের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলতে ব্যস্ত ছিলেন মহম্মদ সামি সেই সময় তাঁর প্রাক্তন স্ত্রী নেটদুনিয়ায় ঝড় তুলেছেন তাঁর ভিডিয়ো দিয়ে। ৮ মার্চ নিজের ফেসবুকে একটি রিলস শেয়ার করেছেন হাসিন। যেখানে দেখা যাচ্ছে প্রথমে দুটো মেয়ে তাঁকে হালকা করে গালে আবির লাগাচ্ছেন। তিনি আলতো করে তাঁদের আবির লাগিয়ে দেন। এরপর সেখানে আবিরের প্লেট নিয়ে হাজিয় হয় ছোট্ট আইরা। সামি ও হাসিনের একমাত্র মেয়ে। সে আসার পর ৪ জন মিলে ভোজপুরী জনপ্রিয় গান ‘ললিপপ লাগেলু’-র তালে নাচ করতে থাকেন।

হাসিনের ওই নাচের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন, লাইক এবং কমেন্টও করেছেন। সামির প্রাক্তন স্ত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি নানা ভিডিয়ো, ছবি শেয়ার করেন। ফেসবুকে তাঁর ফলোয়ার্স 64K। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স 309K। অনেক সময় তাঁর শেয়ার করা নানা পোস্ট নিয়ে শোরগোলও পড়ে।

রইল হাসিনের নাচের ভিডিয়োর লিঙ্ক