
কলকাতা: মহম্মদ সামির (Mohammed Shami) জাদুকরী বোলিংয়ের কথা ভারতীয় ক্রিকেট প্রেমীদের অজানা নয়। বল যেন তাঁর হাতে পড়লেই কথা বলে। টেস্ট, ওডিআই হোক বা টি-টোয়েন্টি সব ফর্ম্যাটেই যে কোনও পরিস্থিতে নিজেকে মেলে ধরেন সামি। তবে তাঁর জীবনে একাধিক বার নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর বৈবাহিক জীবন নিয়েও কম বিতর্ক হয়নি। আবার চোট সমস্যাও তাঁর জীবনে একাধিকবার ধাক্কা দিয়েছে। তবে এই সব পরিস্থিতির পরেও তিনি দমে থাকেননি। বার বার রাজার মতো মাঠে ফিরে এসেছেন। এবং দলকে সাহায্য করেছেন। ঠিক এখন যে ভাবে নিজেকে তৈরি করছেন, তা আবারও একবার বলে দিল সামির প্ল্যানে এখনই অবসরের ভাবনা নেই।
সামনেই ভারতীয় টিমের ইংল্যান্ড সফর। ভারতীয় দলের নির্বাচকরা ইতিমধ্যেই সেই সিরিজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ সফরের আগেই ভারতীয় দলে একাধিক বড় পরিবর্তন ঘটেছে। সদ্য ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর মাঝেই মহম্মদ সামিও নাকি অবসর নিতে পারেন টেস্ট থেকে এমন জল্পনা উঠেছিল। সেই জল্পনা সামি নিজেই উড়িয়ে দিয়েছেন।
ভারতের এই তারকা পেসার শেষ টেস্ট খেলেছিলেন গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পরই চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সামি। ভারতের জার্সিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে খেলেছিলেন তিনি। এরপর এ বছর হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি।
জুনেই ভারতের ইংল্যান্ড সফর। এখনও সেই সফরের দল ঘোষণা হয়নি। তাই এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহম্মদ সামি। নিজের এক ভিডিয়ো ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সামি। সেখানেই দেখা যাচ্ছে নেটে বোলিং প্র্যাক্টিস করছেন। সেই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘দ্রুত গতি, কৌশলগত সুইং এবং স্মার্ট বৈচিত্র্যই নিখুঁত বোলিংয়ের কম্বিনেশন।’
এই বছর আইপিএলে দল বদলেছে সামির। গুজরাট টাইটান্সের জায়গায় হায়দরাবাদের জার্সিতে খেলছেন তিনি। যদিও এই মরসুমে একেবারে ছন্দে নেই তিনি। এ বার আইপিএল বিরতির পর ফিরলে তিনি যেন ছন্দে ফেরেন সেই চেষ্টা করছেন। নিজেকে নেটে সেই ভাবে তৈরি করছেন। আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেলে, বড় ভূমিকা থাকবে সামির।